সৌরভ থেকে শুভেন্দু, গুরুংকে নিয়ে কী বললেন অমিত শাহ?

তালিকায় লম্বা, দু’জনের নামে আটকে থাকবেন না, বাংলায় দাঁড়িয়ে  অমিত শাহ

কলকাতা: তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো নেতাদের তালিকা অনেক লম্বা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যে গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে৷ তাহলে বিজেপিতে নাম লেখাচ্ছেন কোন কোন তৃণমূল নেতা?

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷ ইদানিং শুভেন্দু অধিকারীকে নিয়েও নানান কথা শোনা যাচ্ছে৷ সম্প্রতি নিজেকে দলহীন নেতা হিসেবে তুলে ধরছেন পূর্ব মেদিনীপুরের এই নেতা৷ ফলে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিট লড়তে পারেন অথবা গড়তে পারেন নিজের দল, চলছে জল্পনা৷ এর মধ্যেই বাংলা সফরে এসে অমিত শাহ জানান, তালিকা অনেক বড়৷ তাঁর কথায়, ‘‘দু’জনের নামে আটকে থাকবেন না, আরও অনেক নামে রয়েছে তালিকায়৷’’ অমিত শাহের এদিনের মন্তব্য যথেষ্ট গুরুত্ব বলে মনে করছেন রাজনৈতিক মহল৷ অন্যদিকে পাহাড় নিয়ে বিমল গুরুং প্রসঙ্গেও এদিন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন অমিত শাহ৷ তিনি বলেন, ‘‘যাঁর বিরুদ্ধে ১১০০-এর বেশি মামলা ঝুলছে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এর থেকে বড় রাজনৈতিক প্রতিহিংসার কিছু হতে পারে না৷’’

এদিন অমিত শাহয়ের সাংবাদিক সম্মেলনে ওঠে ভোটে হিংসা নিয়ে৷ যদিও তাঁর আশ্বাস, সবাই যাতে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং তারা তা করবে৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘জনতা যখন বেরিয়ে আসে, গুণ্ডা বা ক্যাডার, কেউ কিছু করতে পারে না৷’’ লোকসভা নির্বাচনের আগে ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়, অর্জুন সিং, শোভন চট্টোপাধ্যায়ের হেভিওয়েট তৃণমূল নেতারা৷ সেই কৌশলেই কি বিধানসভা নির্বাচনে বাজিমাত করবে গেরুয়া শিবির, অমিত শাহের মন্তব্যে তেমনই জল্পনা জোরদার, মত রাজনৈতিক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =