‘ক্ষমতা থাকলে বীরভুম থেকে ভোটে লড়ুক অমিত শাহ, ৫ লাখে হারাব’

কলকাতা: বিজেপি সভাপতি অমিত শাহকে বীরভূম থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানালেন অনুব্রত মণ্ডল৷ বীরভূমের তৃণমূল সভাপতির দাবি, অমিত যদি এখান থেকে নির্বাচনে লড়েন ৬ লাখ ভোটে হারবে৷ এবার বাংলা থেকে ভালো ফল করা আশা দেখছে বিজেপি। মাত্র দু’দিন আগে আলিপুরদুয়ারে সভা করে অমিত বলেছেন, এবার এ রাজ্যের ৪২টির মধ্যে ২৩টি আসনেই জিতবে বিজেপি। পাল্টা অন্ধ্রপ্রদেশের

ba8f044217ffed51f4b42411811d452e

‘ক্ষমতা থাকলে বীরভুম থেকে ভোটে লড়ুক অমিত শাহ, ৫ লাখে হারাব’

কলকাতা: বিজেপি সভাপতি অমিত শাহকে বীরভূম থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানালেন অনুব্রত মণ্ডল৷ বীরভূমের তৃণমূল সভাপতির দাবি, অমিত যদি এখান থেকে নির্বাচনে লড়েন ৬ লাখ ভোটে হারবে৷

এবার বাংলা থেকে ভালো ফল করা আশা দেখছে বিজেপি। মাত্র দু’দিন আগে আলিপুরদুয়ারে সভা করে অমিত বলেছেন, এবার এ রাজ্যের ৪২টির মধ্যে ২৩টি আসনেই জিতবে বিজেপি। পাল্টা অন্ধ্রপ্রদেশের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবার বাংলায় খাতাই খুলতে পারবে না বিজেপি। গোটা দেশের নিরিখে ১২৫টির বেশি আসন পাবে না তারা। এবার সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন তৃণমূলের জেলা সভাপতি। দলের কর্মীদের কাছে কেষ্ট নামে পরিচিত অনুব্রত সাংবাদিকদের বলেন, অমিত শাহ বীরভূম থেকে লড়াই করছেন না কেন? আমার কথা মিলিয়ে নেবেন অমিত যদি এখান থেকে লড়েন তাহলে ৫- ৬ লাখ ভোটে হারতে হবে তাঁকে। বিজেপি সভাপতির ২৩টি আসনে জেতার দাবিকে কটাক্ষ করে অনুব্রত বলেন, মনে হচ্ছে তিনি না বুঝেই মন্তব্য করেছেন।

অনুব্রত মণ্ডল মানেই বিতর্ক। অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রাঢ় বাংলার এই দাপুটে তৃণমূল নেতা। বিতর্কিত ভাষণের জন্য বিরোধীদের আক্রমণের মুখেও পড়েছেন তিনি। নোটিশ পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। এদিকে বীরভূমে সমস্ত দলই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। গত নির্বাচনে জেলার দুটি আসনই দখল করেছিল তৃণমূল। তবে এবার বোলপুরের সাংসদ অনুপম হাজরা নাম লিখিয়েছেন বিজেপিতে। যাদবপুর থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বোলপুর আসন থেকে আরেকবার প্রার্থী হয়েছেন শতাব্দি রায়। তৃণমূলের টিকিটে এর আগে দু’বার লোকসভায় নির্বাচিত হয়েছেন একসময়ে টলিপাড়া কাঁপানো এই অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দুধকুমার মণ্ডলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *