Aajbikel

জুনেই আবার বঙ্গে শাহি-সফর, স্থানীয় নেতৃত্বকে একাধিক পরামর্শ

 | 
অমিত শাহ

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীতে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন তিনি। তবে সেদিন স্বাভাবিকভাবেই কোনও রাজনৈতিক আলোচনা করেননি বা ভাষণ দেননি তিনি। কিন্তু সামনেই তো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, আবার বছর ঘুরলেই লোকসভা ভোট। তাহলে প্রচারের কী হবে? না, বিজেপি কোনও রকম সুযোগ হাতছাড়া করতে চায় না। তাই সূত্রের খবর, জুন মাসে আবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গো-হারা হারার পর বিজেপি বাংলায় পরবর্তী কোনও নির্বাচনেই ভালো ফল করতে পারেনি। তৃণমূল তো দূর, সিপিএমও কয়েক আসনে তাদের থেকে এগিয়ে গিয়েছে যারা বিধানসভায় শূন্য হয়েছিল। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মারাত্মক গুরুত্ব দিচ্ছে বঙ্গ গেরুয়া শিবির। সূত্র মারফত জানা গিয়েছে, রবীন্দ্র জয়ন্তীর দিন সব অনুষ্ঠান শেষে বাংলার বিজেপি নেতাদের বেশকিছু পরামর্শও নাকি দিয়েছেন খোদ অমিত শাহ। জানা গিয়েছে, জনসংযোগ বাড়ানো থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় আরও বেশি করে নেতাদের ঘুরে বেড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। 

তবে বিজেপির আসল লক্ষ্য যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন তা আকার-ইঙ্গিতে আগেই বুঝিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাতে এসেই এক সভা থেকে অমিত শাহ বঙ্গের নেতাদের জন্য লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন। তবে তার আগের পঞ্চায়েত নির্বাচনকে নেট প্র্যাকটিস হিসেবেই দেখছে পদ্ম ব্রিগেড। তবে জুন মাসে ঠিক কবে ফের রাজ্যে আসবেন শাহ? সেটা এখনও স্পষ্ট হয়নি।  

Around The Web

Trending News

You May like