কলকাতা: বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ৷ বিজেপি সূত্রে খবর, আগস্ট মাসেই রাজ্যে আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সঙ্গে রাজ্যে আসবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কার্যকারি সভাপতি জেপি নাড্ডা৷
অমিত শাহকে বাংলায় এসে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জানায় রাজ্য বিজেপির প্রতিনিধি দল৷ রবিবার রাতে দলের এরাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ৷ সেই বৈঠকেই রাজ্য বিজেপির প্রতিনিধি দল প্রস্তাব রাখে, দলের জেলার নেতাদের মনোবল বৃদ্ধি করতে অমিত শাহকে ফের বাংলায় আসা প্রয়োজন৷ তিনি বাংলায় দলীয় নেতাদের আশ্বস্থ করেন বলেও খবর৷
দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়দের কথা মেনে নিয়ে অমিত শাহ রাজ্যে ফের সাংগঠনিক বৈঠকের বিষয়ে রাজি হয়েছে৷ দলীয় সূত্রে খবর, আগস্ট মাসের ৯, ১৩ অথবা ১৯ তারিখ রাজ্য বিজেপি তার কার্যকারিনী বৈঠক ডাকবেন৷ সেই বৈঠকে দলের সবস্তরের নেতাদের রাজ্যের ১০০টি পুরসভার নির্বাচন নিয়ে টোটকা দেবেন অমিত শাহ৷ দলের সর্বভারতীয় সভাপতির কথা মাথায় রেখে আগস্টের কার্যকারিনী সভা কলকাতায় করা হবে বলে এদিনের বৈঠক ঠিক হয়েছে৷ প্রাথমিক ভাবে ন্যাশনাল লাইব্রেরি, আইসিসিআরের কথা ভেবে রেখেছেন রাজ্য বিজেপির নেতারা৷