পাকিস্তান ইস্যুতে ‘দিওয়ার’ ছবির ডায়ালগে কংগ্রেসকে তোপ! কী বললেন শাহ?

নিজস্ব প্রতিনিধি:  ভোট প্রচারে সত্তর দশকের সুপারহিট ছবি ‘দিওয়ার’-এর সংলাপের অনুকরণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘দিওয়ার’ ছবিতে অভিনেতা শশী কাপুরকে বলতে…

amit shah finance minister Amit-shah Finance Minister in Modi 3.0 government

নিজস্ব প্রতিনিধি:  ভোট প্রচারে সত্তর দশকের সুপারহিট ছবি ‘দিওয়ার’-এর সংলাপের অনুকরণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘দিওয়ার’ ছবিতে অভিনেতা শশী কাপুরকে বলতে শোনা গিয়েছিল, ‘মেরে পাস মা হ্যায়’। আর পাকিস্তান ইস্যুতে ভোট মঞ্চে অমিত শাহকে বলতে শোনা গেল

“মেরে পাস মোদি হ্যায়”। যা নিয়ে সরগরম উত্তরপ্রদেশ। পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে কংগ্রেস তথা বিরোধী শিবিরকে তোপ দেগে এভাবেই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন,”মেরে পাস মোদি হ্যায়, অ্যাটম বোম সে নেহি ডরতে।”

উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের ঝাঁসিতে বিজেপির প্রচার সভায় পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ তুলে কংগ্রেসকে এভাবেই তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,

“কাশ্মীর ভারতের অংশ ছিল এবং আগামী দিনেও থাকবে। আমরা ফের তা অধিগ্রহণ করব। উনি (মণিশঙ্কর আইয়ার) বলছেন পাকিস্তানকে নাকি সম্মান করতে হবে, কারণ ওদের হাতে পরমাণু বোমা আছে। তাই পাক অধিকৃত কাশ্মীরের দাবি জানানো ঠিক হবে না। আমি তাঁকে একটা কথাই বলতে চাই, আমাদের কাছে মোদি আছেন। আমরা পরমাণু বোমাকে ভয় পাই না।”

কোন ঘটনা প্রসঙ্গে এমন কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? উল্লেখ্য কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, যেহেতু পাকিস্তানের হাতে পরমাণু বোমা রয়েছে, তাই ওদের হাল্কাভাবে নেওয়া ঠিক হবে না। পরমাণু বোমা ওদের হাতে থাকার জন্য পাকিস্তানকে একটু হলেও সম্মান করতে হবে। সেই বিষয়টি নিয়েই এদিন মণিশঙ্কর তথা কংগ্রেসকে তুলোধনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে বলেছেন,

“উত্তরপ্রদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখছে গোটা দেশ। এখানে ডিফেন্স করিডর তৈরি হয়েছে। এখানে কামানের গোলা তৈরি হয়। পাকিস্তান কোনও ভুল পদক্ষেপ করলে এই বুন্দেলখণ্ডের কামানের গোলা ওদের মাটিতে আছড়ে পড়বে। যা সাফ করে দেবে গোটা পাকিস্তানকে।”

রাজনৈতিক মহল মনে করছে প্রচারে বার বার পাকিস্তান ইস্যু তুলে জাতীয়তাবাদ উস্কে দিয়ে ভোটবাক্সে তার সুফল পেতে চাইছে বিজেপি। এই প্রচার পুরোদমে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন যে, তাঁদের হাতে দেশ সুরক্ষিত রয়েছে এবং আগামী দিনেও সুরক্ষিত থাকবে। আর সেই প্রচারে যথেষ্ট সাড়া মিলছে বলেই গেরুয়া শিবিরের দাবি। Amit Shah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *