তমলুক: মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারির বিস্ফোরক বক্তৃতার পর জল্পনা শুরু হয়েছিল তিনি হয়তো এবার বিজেপিতে যোগ দেবেন। সৌমিত্র খাঁ থেকে দিলীপ ঘোষ, অনেকের বক্তব্যই উসকে দিয়েছিল সেই জল্পনা। কিন্তু রাজ্যে এসে অমিতা শাহ কি বললেন?
দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। প্রথম দিনে বাঁকুড়ায় শুভেন্দু অধিকারির বিজেপিতে যোগদান সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেউ যদি বিজেপিতে আসতে চান তবে ভোটের আগে শুধু নয়, ভোটের পরেও সবার জন্য দরজা খোলা থাকবে। তাঁর সঙ্গে শুভেন্দুর কখনও কথা হয়নি। গোটটা রাজ্য নেতৃত্বের ব্যাপার বলে জানান অমিত শাহ। বলেন, তাঁর সঙ্গে শুভেন্দুর কোনও যোগাযোগ নেই। অনেকে এখনও পর্যন্ত বিজেপিতে এসেছেন। শুভেন্দু যদি ভোটের পরও আসতে চান, তাও বিজেপি তাঁকে স্বাগত জানাবো বলে মন্তব্য করেন অমিত শাহ। তাঁর কথায় স্পষ্ট, এখনও পর্যন্ত শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে কোনও কথা না হলেও তিনি শুভেন্দুকে দলে পেতে আগ্রহী।
নন্দীগ্রামের মঞ্চে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক বন্তব্যের পরই বিজেপি শিবির থেকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে৷ নন্দীগ্রামের শুভেন্দু বলেন, তিনি প্যারাস্যুটে নামেননি বা লিফটেও ওঠেননি৷ সিঁড়ি ভেঙেই উঠেছেন৷ লড়াই করেছেন৷ কিন্তু কিছু কিছু মানুষ অতীত ভুলে যায়৷ তবে তৃণমূলের অন্দরে ফাটলের কথা বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্য আসছে৷ শুভেন্দু ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সভা করলেও সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন না৷ ফিরহাদ হাকিমও শুভেন্দুকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন৷ নন্দীগ্রামের সভায় যেন বিস্ফোরণ হল৷ সভার পরের দিনই তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ সাংসদ সৌমিত্র খাঁ বলেন, শুভেন্দুর বক্তব্যের মূল কথা হল বাংলার স্বার্থে সরকার পরিবর্তন প্রয়োজন৷ তিনিও সেটাই চান৷ তিনি নিজে মানুষের জন্য কাজ করেন ও করতে চান৷ তাই তাঁকে বিজেপি সাদরে অভ্যর্থনা জানাবে৷ বিজেপি চাইছে দেরি না করে শুভেন্দু যেন তাড়াতাড়ি বিজেপিতে যোগ দেন৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জল্পনা কিছুটা উসকে দেন৷ কিছুদিন আগে ফিরহাদ ববি হাকিম বলেছিলেন, বিজেপি শুভেন্দু অধিকারীকে তাঁদের রাজ্য সদর দফতর মুরলিধর সেন স্ট্রিটে বসাক৷ তার উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, ‘‘ওনারা ওকে বিজেপিতে পাঠিয়েই ছাড়বেন৷’’