দিনভর দৌড়ঝাঁপ করেও অমিল জামিন! এবার কি গ্রেপ্তারি? বাড়ছে জল্পনা

কলকাতা: দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতেই জামিনের আবেদন জানাতে দিনভর চরকি পাক খেলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ কেননা, আজই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া গ্রেপ্তারির রক্ষাকবচ৷ আগাম জামিনের জন্য শুক্রবার রাজীবের খারিজ হতেই বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুড়ে বেরাতে কার্যত বাধ্য হলেন এই পুলিশ কর্তা৷ সূত্রের খবর, সুপ্রিম কোর্টে জামিনের আর্জি খারিজ

4cf48d0eb542416ce20d8cad8766fe54

দিনভর দৌড়ঝাঁপ করেও অমিল জামিন! এবার কি গ্রেপ্তারি? বাড়ছে জল্পনা

কলকাতা: দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতেই জামিনের আবেদন জানাতে দিনভর চরকি পাক খেলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ কেননা, আজই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া গ্রেপ্তারির রক্ষাকবচ৷ আগাম জামিনের জন্য শুক্রবার রাজীবের খারিজ হতেই বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুড়ে বেরাতে কার্যত বাধ্য হলেন এই পুলিশ কর্তা৷

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে জামিনের আর্জি খারিজ হতেই তাড়িঘড়ি কলকাতা হাইকোর্টে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জমা দেওয়ার চেষ্টা করেন রাজীব কুমার৷ কিন্তু আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় শেষ পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি তিনি৷ এর পর বারাসত আদালতের দ্বারস্থ হন তিনি৷ সেখানেও চলছে  আইনজীবীদের কর্মবিরতি৷ সূত্রের খবর, বারাসত আদালতে তিনি জামিনের আর্জি জানালেনও তা গৃহীত হয়নি৷ অভিযোগ, আইনজীবীদের কর্মবিরতি এড়িয়ে স্থানীয় এক ল-ক্লার্ককে দিয়ে আবেদন করেন৷ আর তার জেরেই মামলা শুনতে চাননি বিচারক৷ দিনভর দৌড়ঝাপ করেও জামিনের আর্জি অধরাই থেকে গেলে তাঁর৷

আজই শেষ হচ্ছে রাজীব কুমারের গ্রেপ্তারির রক্ষাকবচের মেয়াদ৷ ফলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে না পারলে তাঁকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই৷ গত ১৭ মে সুপ্রিম কোর্ট রাজীব কুমারের গ্রেপ্তারির ওপর থেকে স্থগিতাদেশ তুললেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে ৭ দিন সময় দেয় আদালত। সেই মেয়াদ ফুরাচ্ছে আজ রাত ১২টায়৷ তার মধ্যে আগাম জামিনের ব্যবস্থা না হাওয়ায় সারদাকাণ্ডে গ্রেপ্তার হতে পারেন প্রাক্তন এই পুলিশকর্তা? চলছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *