বাংলায় পদ্ম ফোঁটাতে অমরনাথে মানত করলেন মুকুল!

কলকাতা: ২০২১-এ রাজ্যে পদ্ম ফোঁটার জন্য মানত করতে অমরনাথে গেলেন মুকুল রায়! বৃহস্পতিবার বিজেপির জাতীয় পরিষদের সদস্য অমরনাথে গিয়ে মহাদেবের পুজো দেন৷ পুজো দেওয়ার সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন মুকুল৷ অমরনাথে পুজো দিয়ে তৃপ্ত বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য৷ বলেন, অনেকদিন ধরেই অমরনাথে এসে মহাদেবের দর্শন করার ইচ্ছে ছিল৷ অবশেষে সেই ইচ্ছে আমার পূরণ

বাংলায় পদ্ম ফোঁটাতে অমরনাথে মানত করলেন মুকুল!

কলকাতা: ২০২১-এ রাজ্যে পদ্ম ফোঁটার জন্য মানত করতে অমরনাথে গেলেন মুকুল রায়! বৃহস্পতিবার বিজেপির জাতীয় পরিষদের সদস্য অমরনাথে গিয়ে মহাদেবের পুজো দেন৷ পুজো দেওয়ার সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন মুকুল৷

অমরনাথে পুজো দিয়ে তৃপ্ত বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য৷ বলেন, অনেকদিন ধরেই অমরনাথে এসে মহাদেবের দর্শন করার ইচ্ছে ছিল৷ অবশেষে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে বলে জানান মুকুল রায়৷ নিজের পরিবারের পাশাপাশি রাজ্যের মানুষের মঙ্গল কামনায় এদিন অমরনাথে পুজো দেন বলেও জানান বিজেপি নেতা মুকুল রায়৷ এমনকি, দলের মঙ্গল কামনায় মুকুল রায় এদিন প্রার্থনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =