মহাজোটের আসন রফা, চাপে বিজেপি

শুক্রবার চূড়ান্ত হল বিহারের মহাগঠবন্ধনের আসনরফা। রফা অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা পার্টি লড়বে ২০টি আসনে। কংগ্রেস লড়বে ৯টি আসনে। রাষ্ট্রীয় লোক সমতা পার্টি পেয়েছে ৫টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি তিনটি করে আসনে লড়বে। সিপিআই এমএল-লিবারেশেন আরজেডির কোটা থেকে একটি আসনে প্রার্থী দেবে। শরদ যাদব আরজেডির প্রতীকে লড়বেন। লোকসভা ভোটের পর তাঁর লোকতান্ত্রিক জনতা

মহাজোটের আসন রফা, চাপে বিজেপি

শুক্রবার চূড়ান্ত হল বিহারের মহাগঠবন্ধনের আসনরফা। রফা অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা পার্টি লড়বে ২০টি আসনে। কংগ্রেস লড়বে ৯টি আসনে। রাষ্ট্রীয় লোক সমতা পার্টি পেয়েছে ৫টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি তিনটি করে আসনে লড়বে।

সিপিআই এমএল-লিবারেশেন আরজেডির কোটা থেকে একটি আসনে প্রার্থী দেবে। শরদ যাদব আরজেডির প্রতীকে লড়বেন। লোকসভা ভোটের পর তাঁর লোকতান্ত্রিক জনতা দল আরজেডিতে মিশে যাবে। জিতনরাম মাঝি লড়বেন গয়া থেকে। এরইসঙ্গে বিধানসভার উপনির্বাচনে নওয়াদা ও ডেহরির দুজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। বিহারে এনডিএতে বিজেপি ও জেডি (ইউ) ১৭টি করে আসনে লড়ছে। লোকজনশক্তি পার্টিকে দেওয়া হয়েছে ৬টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =