‘সব ভোট তৃণমূলকে দিতে হবে’, ভোটের মুখে ফাঁস অডিও ক্লিপিং

কোচবিহার: তৃণমূলের হয়ে ভোট চেয়ে চাঞ্চল্যকর ডিও ক্লিপিং ঘিরে তোলপার সোশ্যাল মিডিয়া৷ তৃণমূলের নাম ভাঁড়িয়ে হুমকির বিস্ফোরক অডিও ক্লিপিং ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে৷ ভোটের মুখে হুমকির অডিওকে এবার হাতিয়ার করে কমিশনের নানিশ জানাতে চলেছে বিজেপি৷ অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, সব ভোট তৃণমূলের পক্ষে ফেলতে হবে৷ সব বুথে কেন্দ্রীয়বাহিনী থাকবে না

‘সব ভোট তৃণমূলকে দিতে হবে’, ভোটের মুখে ফাঁস অডিও ক্লিপিং

কোচবিহার: তৃণমূলের হয়ে ভোট চেয়ে চাঞ্চল্যকর ডিও ক্লিপিং ঘিরে তোলপার সোশ্যাল মিডিয়া৷ তৃণমূলের নাম ভাঁড়িয়ে হুমকির বিস্ফোরক অডিও ক্লিপিং ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে৷ ভোটের মুখে হুমকির অডিওকে এবার হাতিয়ার করে কমিশনের নানিশ জানাতে চলেছে বিজেপি৷

অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, সব ভোট তৃণমূলের পক্ষে ফেলতে হবে৷ সব বুথে কেন্দ্রীয়বাহিনী থাকবে না বলেও দাবি জানিয়েছেন তিনি৷ অডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কিছু ভোট ফরওয়ার্ড ব্লক, কিছু বিজেপিকে ভোট দিয়ে বাকি তৃণমূলকে দিলে হবে না, ১০০ শতাংশই ঘাসফুলের দেওয়ার নির্দেশ দেন অদৃশ্য ওই ব্যক্তি৷ ওই অডিও ক্লিপিংয়ে যা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাতে এও বলা হচ্ছে, সেক্টর অফিসার তাঁর কন্ট্রোলে। সবটা তিনি দেখে নেবেন৷ “যত চ্যাংড়া-ব্যাংড়া আছো, সবাইকে ভাল করে ভোট করতে হবে।” বলেও মৃদু হুমকির সুরে নির্দেশ দেন তিনি৷ বিজেপি-র অভিযোগ, কোচবিহারের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি খোকন মিয়াঁ মঙ্গলবার রাতে কর্মিসভা করে এই নির্দেশ দিয়েছেন! তবে, গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =