Aajbikel

বাংলায় কীভাবে সংগঠন বাড়াচ্ছে মিম? বাড়ছে নিষিদ্ধ সংগঠনের যোগাযোগ

 | 
বাংলায় কীভাবে সংগঠন বাড়াচ্ছে মিম? বাড়ছে নিষিদ্ধ সংগঠনের যোগাযোগ

কলকাতা: বিতর্কিত সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এবার বাংলা ভোটে লড়তে চলেছে সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন বা মিম৷ ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শাখা-সংগঠন বাড়িয়ে তুলেছে মিম৷ উত্তর বঙ্গে দুই দিনাজপুর থেকে মালদহে বেড়েছে মিমের সক্রিয়তা৷ ব্যথিক্রম নয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে বীরভূম, শহরতলির দুই পরগনায় সংগঠনের কাজ জোরকদমে চলছে৷ মালদহ ও মুর্শিদাবাদে বেশ  ভালো ফল করা এখন মিমের পাখির চোখ৷

সূত্রের খবর, হিংসাত্মক কাজে যুক্ত থাকায় দায়ে ইতিমধ্যেই সরকার একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে৷ সূত্রের খবর, সেই ছাত্র সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে চলছে সংগঠন বৃদ্ধির কাজ৷ এনআরসি আন্দোলনের নামে মুর্শিদাবাদে আগুন জ্বালানোর পিছনে ছিল ওই সংগঠনের অন্যতম ভূমিকা৷ সূত্রের খবর, ওই সংগঠনের মালদহ ও মুর্শিদাবাদ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে৷ বেড়েছে আরও ছোট ছোট কিছু সংগঠন৷

মুর্শিদাবাদের বেশ কয়েকজন নেতা হায়দরাবাদে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর৷ সেখানে শীর্ষনেতার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে৷ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে চলছে সংগঠনের জাল বিস্তারের কাজ৷ সম্প্রতি মুর্শিদাবাদের হয়েছে গুচ্ছ কর্মসূচি৷ সামশেরগঞ্জের নদী ভাঙন নিয়েও সক্রিয় হয়ে উঠেছিল মিম৷ ত্রাণ বিলি করে স্থানীয়দের মন জয়ের কৌশল নেওয়া হয়েছে৷ ভিন রাজ্য থেকে আসছে অর্থ৷ আগামী দিনে শক্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ ডিসেম্বরের ৩ লক্ষ মানুষের সমাবেশ করার লক্ষমাত্র নেওয়া হয়েছে বলে খবর৷

হায়দরাবাদের এই দলটি বাংলায় শক্তি বাড়ালে বেকায়দায় পড়তে পারে তৃণমূল৷ ভোট কাটাকাটির ছকে সুবিধা হতে পারে বিজেপির৷ শাসকদলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পরিকল্পনা প্রায় ছকা হয়ে গিয়েছে বলে খবর৷

Around The Web

Trending News

You May like