নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিনেতা অক্ষয় খান্না। এই গুরুদাসপুরে চারবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন অক্ষয়ের বাবা প্রয়াত বিনোদ খান্না। একজন এমপি হিসেবে পাঞ্জাবে বিনোদ খান্নার জনপ্রিয়তা আজও অটুট। বিজেপি সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই প্রয়াত অভিনেতার পরিবার থেকে প্রার্থী দাঁড় করাতে চাইছে।
প্রাথমিকভাবে বিনোদ খান্নার বিধবা স্ত্রী কবিতা খান্না বা ছেলে অক্ষয় খান্নাকে প্রার্থী হিসেবে ভাবা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও আরও কয়েকটি নাম নিয়েও বিবেচনা শুরু হয়েছে। পাঞ্জাবের অমৃতসর, গুরুদাসপুর এবং হোসিয়ারপুর এই তিনটি আসনের জন্য একাধিক নাম উঠে আসতে শুরু করেছে।
বিজেপির এক নেতা জানিয়েছেন, কেন্দ্র তিনটি হলেও নাম অনেক। তাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে সময় লাগবে। শরিকদল শিরোমণি অকালি দলকেও একটি আসন ছাড়তে হবে। সম্ভবত হোসিয়ারপুর আসনটি শিরোমণি অকালি দলের জন্য ছাড়তে প্রস্তুত বিজেপি। অন্য দু’টি আসন অমৃতসর এবং গুরুদাসপুর নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। স্থানীয় বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে প্রার্থী মনোনয়ন নিয়ে মতানৈক হচ্ছে না বলে সূত্রের খবর। অমৃতসরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরির পাশাপাশি সিনিয়র আইনজীবী এইচ এস ফুলকার নাম নিয়েও ভাবনাচিন্তা চলছে।