বাংলায় আর ফিরতে চান না অজয় নায়েক, কিন্তু কেন জানেন?

কলকাতা: বাংলায় ভোট পরিচালনা বিহারের থেকেও শক্ত কাজ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, এ রাজ্যে ভোট পরিচালনা খুব কঠিন৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটকর্মীরা বুথে যেতে চান না৷ এখানে আর আসতে চাই না৷ এখানে পর্যবেক্ষকদের খুব অপমান করা হয়। বিহারে দীর্ঘদিন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন অজয় নায়েক।

বাংলায় আর ফিরতে চান না অজয় নায়েক, কিন্তু কেন জানেন?

কলকাতা: বাংলায় ভোট পরিচালনা বিহারের থেকেও শক্ত কাজ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, এ রাজ্যে ভোট পরিচালনা খুব কঠিন৷  কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটকর্মীরা বুথে যেতে চান না৷ এখানে আর আসতে চাই না৷ এখানে পর্যবেক্ষকদের খুব অপমান করা হয়।

বিহারে দীর্ঘদিন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন অজয় নায়েক। এ রাজ্যের সিইও দপ্তর নিয়ে বিজেপি দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর জন্য তাঁকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়৷ বাংলায় প্রথমে আসার পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, বিহারের থেকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের। ১০-১৫ বছর আগে বিহারে কেন্দ্রীয় বাহিনী লাগত। এখন আর অবশ্য তা লাগে না। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে। ভোটে গোলমাল হয় না। কিন্তু বাংলা দেখছি সেই ১০-১৫ বছর আগের বিহার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =