কলকাতা: স্মার্টফোনের যুগে ইদানিং তরুণ-তরুণীদের মধ্যে বাড়ছে সেলফি তোলার প্রবণতা। কিন্তু এই সেলফি তোলার প্রবণতায় ঘোর আপত্তি তুলেছেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু৷ দলের ছাত্র সংগঠন এসএফআইয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সেলফি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষিয়ান নেতা।
বিমান বসুর দাবি, সেলফি তোলার মাধ্যমে মানুষের ব্যক্তিকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক ভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে৷ তাই তিনি এই ব্যক্তিকেন্দ্রিক প্রবণতাকে তীব্র আপত্তি করছেন৷ বলেন, আমি মনে করি শ্রমিক, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের সমস্যা সমাধানে লড়াইয়ে পাশে থাকা অনেক বেশি জরুরি, সেলফি তোলার তুলনায়।
মোবাইলে সেলফি তুলে সময় নষ্ট না করে সংগঠনে মোন দেওয়ার পরামর্শও জানান বাম নেতা৷ এদিন ছাত্র সংগঠনের হৃতগৌরব ফিরিয়ে আনার পরামর্শ দিয়ে বিমান বসু জানান, এখন দেশের যা অবস্থা তাতে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে৷ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে হবে৷ আর এই কাজে বেশি সেলফি না তুলে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু৷