Aajbikel

দিলীপের পাকা ধানে মই? বঙ্গ বিজেপিতে সক্রিয় তথাগত যাচ্ছেন দিল্লি!

সোমবারের বৈঠকে তথাগত দাবি করেন, সামনের বিধানসভা নির্বাচনে বিজেপির জায়গা ধরতে গেলে যা যা করণীয় তার সবটা করা হচ্ছে না। বিজেপির আন্দোলনের কর্মসূচিতে বেকার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয় গুলিকে অন্তর্ভুক্ত করার দাবি করেন তথাগত। পাশাপাশি 'গরুর দুধে সোনা' কিংবা 'গোমূত্র খেয়ে সুস্থ থাকার তত্ত্ব' নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপের বিতর্কিত মন্তব্যে সরব হয়েছেন তথাগত।
 | 
দিলীপের পাকা ধানে মই? বঙ্গ বিজেপিতে সক্রিয় তথাগত যাচ্ছেন দিল্লি!
 

কলকাতা: কলকাতায় ফিরে রাজ্য বিজেপিতে সক্রিয়তা দেখালেন মেঘালয়ের সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর সঙ্গে সোমবার তথাগত একটি বৈঠক করেন। কলকাতার হেস্টিংসে বিজেপির দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর৷ তথাগত এদিন আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কর্মসূচি ঘিরে মতবাদ প্রকাশ করেন৷ এই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত কথাবার্তা নিয়ে সরাসরি সরব হয়েছেন তথাগত৷

সোমবারের বৈঠকে তথাগত দাবি করেন, সামনের বিধানসভা নির্বাচনে বিজেপির জায়গা ধরতে গেলে যা যা করণীয় তার সবটা করা হচ্ছে না। বিজেপির আন্দোলনের কর্মসূচিতে বেকার সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার দাবি করেন তথাগত। পাশাপাশি 'গরুর দুধে সোনা' কিংবা 'গোমূত্র খেয়ে সুস্থ থাকার তত্ত্ব' নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপের বিতর্কিত মন্তব্যে সরব হয়েছেন তথাগত৷ কয়েকদিন আগেই এ নিয়ে সরাসরি দিলীপকে বিঁধেছিলেন তথাগত। তিনি বলেছিলেন, বাংলার মানুষ অবৈজ্ঞানিক কথাবার্তায় বিশ্বাসী নয়৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করেছেন, তথাগত দলে 'গুরুত্বপূর্ণ জায়গা' পেতেই  এই সক্রিয়তা দেখাচ্ছেন৷ যদিও তথাগত প্রকাশ্যে উল্লেখ করেছেন, তাঁর দলের কোনও গুরুত্বপূর্ণ পদের লোভ নেই৷ দলের তরফে যে কাজ দেওয়া হবে, তা তিনি মাথা পেতে নেবেন বলেই জানিয়েছেন তথাগত৷ কৈলাস বিজয়বর্গীর সামনে দিলীপের কথা নিয়ে ঠিক কী বলেছেন, জানতে চাইলে তথাগত কেবলমাত্র জানিয়েছেন, বাংলায় বিজেপির উত্থানের ইতিবৃত্ত নিয়ে কৈলাসবাবুর সঙ্গে আলোচনা করেছেন তিনি। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে পারেন তথাগত রায়৷

Around The Web

Trending News

You May like