BJP-তে যোগ দিলেন অগ্নিমিত্রা পাল, পাবেন দিল্লির টিকিট?

কলকাতা: সমস্ত জল্পনায় উস্কে দিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল৷ আজ, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে নাম লেখান এই ফ্যাশন ডিজাইনার৷ কৈলাশ বিজয় বর্গী ও রুপা গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পালের হাতে দলের উত্তরীয় পরিয়ে দেন৷ এর আগে ডিজাইনার অগ্নিমিত্রা পল সংবাদ মাধ্যমে রাজনীতিতে যোগ দানের বিষয়ে হাটে হাড়ি ভাঙেন৷

BJP-তে যোগ দিলেন অগ্নিমিত্রা পাল, পাবেন দিল্লির টিকিট?

কলকাতা: সমস্ত জল্পনায় উস্কে দিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল৷ আজ, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে নাম লেখান এই ফ্যাশন ডিজাইনার৷ কৈলাশ বিজয় বর্গী ও রুপা গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পালের হাতে দলের উত্তরীয় পরিয়ে দেন৷

BJP-তে যোগ দিলেন অগ্নিমিত্রা পাল, পাবেন দিল্লির টিকিট?এর আগে ডিজাইনার অগ্নিমিত্রা পল সংবাদ মাধ্যমে রাজনীতিতে যোগ দানের বিষয়ে হাটে হাড়ি ভাঙেন৷ জানান, বহুদিন ধরেই তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত। এবার তিনি সরাসরি ময়দানে নেমে কাজ করতে চান। তবে কোন দলের তরফে তিনি প্রার্থী হবেন বা কোথায় দাঁড়াবেন সে বিষয়টি এড়িয়ে যান৷ জল্পনা বিজেপির থেকে তিনি প্রস্তাব পেয়েছেন৷ এই নিয়ে রাজ্যরাজনীতিতে তুঙ্গে ওঠে জল্পনা৷ পরে, আজ কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি নাম লেখান তিনি৷ মনে করা হচ্ছে, দিল্লির টিকিট নিশ্চিত করতে অগ্নিমিত্রাকে প্রার্থী করা হতে পারে৷ তবে, কোন কেন্দ্র থেকে তিনি লড়বেন তা এখনও জানা সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =