ফের বিপাকে লকেট, প্রচারে ‘না’ আরও এক বিজেপি নেতার

চুঁচুড়া: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাঁটা ক্রমশ বাড়ছে। প্রথমে তাঁর প্রার্থী হওয়া নিয়ে পদত্যাগ করেছিলেন রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক। এবার ভোটে কাজ না করার কথা জানালেন আর এক সহ সভাপতি রাজকুমারী কেশরী। শুধু তাই নয়, বহিরাগতকে প্রার্থী করার জন্য দলের রাজ্য সভাপতির বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছেন রাজকুমারীদেবী। তবে বিরোধিতার মধ্যেও এদিন

ফের বিপাকে লকেট, প্রচারে ‘না’ আরও এক বিজেপি নেতার

চুঁচুড়া: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাঁটা ক্রমশ বাড়ছে। প্রথমে তাঁর প্রার্থী হওয়া নিয়ে পদত্যাগ করেছিলেন রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক। এবার ভোটে কাজ না করার কথা জানালেন আর এক সহ সভাপতি রাজকুমারী কেশরী।

শুধু তাই নয়, বহিরাগতকে প্রার্থী করার জন্য দলের রাজ্য সভাপতির বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছেন রাজকুমারীদেবী। তবে বিরোধিতার মধ্যেও এদিন জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রাজকুমারী কেশরী বলেন, বাইরের প্রার্থী আমরা কোনওভাবেই মানব না। শুধু তাই নয়, রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, উনি নিজের এলাকা দখলে রেখে প্রার্থী হয়েছেন। সেখানে বাইরের কোনও প্রার্থীকে ঢুকতে দেননি। অথচ অন্যের এলাকায় লোক ঢুকিয়ে দিয়ে মজা দেখছেন। রাজকুমারীদেবী বলেন, হুগলি লোকসভা কেন্দ্রের সংগঠন আমার হাতে তৈরি। জেলায় যখন বিজেপির অস্তিত্ব ছিল না তখন থেকে আমি বিজেপি করছি। তাই এখন দলের সুদিনের সময়ে জেলা থেকেই কাউকে প্রার্থী করা হবে বলে আশা করেছিলাম। কিন্তু দল হঠাৎ করে কাউকে বাইরে থেকে নিয়ে এসে প্রার্থী করবে, আমরা তা মেনে নেব না। তাই প্রার্থী ঘোষণার পর সিঙ্গুর, বলাগড়, পাণ্ডুয়া, চুঁচুড়াসহ জেলার একাধিক জায়গার প্রায় হাজার দু’য়েক সক্রিয় অনুগামীদের নিয়ে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =