ফের রণক্ষেত্র ভাটপাড়া, পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াই

ভাটপাড়া: দিন কয়েক শান্ত থাকার পর ফের আশান্ত ভাটপাড়া৷ কাকিনাড়ায় পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াইয়ের ফের একই ঘটনায় উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়৷ সোমবার সকাল থেকে নতুন করে বোমাবাজি ও গুলির লড়াই চলতে চলতে থাকে৷ পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷ মুহুর্মুহুর বোমা পড়ে৷ ভাটপাড়া পুরসভায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ ভাটপাড়া ফাঁড়িও ঘেরাও করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

ফের রণক্ষেত্র ভাটপাড়া, পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াই

ভাটপাড়া: দিন কয়েক শান্ত থাকার পর ফের আশান্ত ভাটপাড়া৷ কাকিনাড়ায় পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াইয়ের ফের একই ঘটনায় উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়৷ সোমবার সকাল থেকে নতুন করে বোমাবাজি ও গুলির লড়াই চলতে চলতে থাকে৷ পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷ মুহুর্মুহুর বোমা পড়ে৷ ভাটপাড়া পুরসভায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ ভাটপাড়া ফাঁড়িও ঘেরাও করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেপরোয়া ভাবে লাঠিচার্জ করে র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা র‌্যাফ৷

এলাকায় আশান্তির ঘটনায় আজ সকাল সাড়ে নটা নাগাদ কাঁকিনাড়া স্টেশনে শুরু হয় অবরোধ৷ টানা আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ৷ বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল৷ পরে অবরোধ উঠে গেলেও, শুরু হয় নতুন করে অশান্তি৷ শুরু হয় বোমাবাজি৷

রবিবার রাতেও এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করা হয়৷ লোকসভা ভোটের পর থেকেই উত্তপ্ত কাঁকিনাড়া, ভাটপাড়া এলাকায়। দফায় দফায় সংঘর্ষ রক্ত ঝরেছে এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 11 =