ফের দেশের শীর্ষে মমতার বাংলা, তথ্য দিলেন অমিত

কলাকাতা: দেশে জিডিপি যখন গোঁত্তা খাচ্ছে, ঠিক তখনই দেশের নিরিখে জিএসডিপি বৃদ্ধিতে পয়লা নম্বরে পশ্চিমবঙ্গ৷ এমনই তথ্য দিলেন বাংবার অর্থমন্ত্রী অমিত মিত্র৷ নবান্নে সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী মিত্র জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির জেরে ব্যবসায়ীদের ভয়ের অবস্থা তৈরি হচ্ছে৷ এই মুহূর্তে সমগ্র দেশে জিডিপি বৃদ্ধির হার শেষ পাঁচ বছরে সবথেকে কম৷ কিন্তু, দেশের তুলনায় পশ্চিমবঙ্গ জাতীয়

38a824f117963a21c5fe7febe8f0101f

ফের দেশের শীর্ষে মমতার বাংলা, তথ্য দিলেন অমিত

কলাকাতা: দেশে জিডিপি যখন গোঁত্তা খাচ্ছে, ঠিক তখনই দেশের নিরিখে জিএসডিপি বৃদ্ধিতে পয়লা নম্বরে পশ্চিমবঙ্গ৷ এমনই তথ্য দিলেন বাংবার অর্থমন্ত্রী অমিত মিত্র৷

নবান্নে সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী মিত্র জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির জেরে ব্যবসায়ীদের ভয়ের অবস্থা তৈরি হচ্ছে৷ এই মুহূর্তে সমগ্র দেশে জিডিপি বৃদ্ধির হার শেষ পাঁচ বছরে সবথেকে কম৷ কিন্তু, দেশের তুলনায় পশ্চিমবঙ্গ জাতীয় বৃদ্ধিতে শীর্ষ রয়েছে৷  বলেন, ‘‘দেশে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে৷ কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে যথেষ্ট খারাপ অবস্থায় কেন্দ্রের৷ শিল্প উৎপাদনের ক্ষেত্রে ২০১৮ সালে যেখানে ৭ শতাংশ ছিল৷ সেখানে এবছর মাত্র ২ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ ফলে, আমরাই এখন দেশের শীর্ষে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *