ফের কল্পতরু মমতা, ক্ষতিগ্রস্ত ৬ লাখের পাশে দাঁড়ানোর ঘোষণা

ক্যানিং: বুলবুল কবলিত এলাকা পরিদর্শন করে কাকদ্বীপে ত্রাণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ দুর্গতদের পাশে দাঁড়িয়ে বেশকিছু ঘোষণা করেছেন মমতা৷ বুলবুলের তাণ্ডবে মৃত পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ কাকদ্বীপে প্রাণ বৈঠক থেকে প্রশাসনিক কর্তাদের বেশ কিছু নির্দেশ দেন৷ ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে যাতে কোনও সমস্যা না

ফের কল্পতরু মমতা, ক্ষতিগ্রস্ত ৬ লাখের পাশে দাঁড়ানোর ঘোষণা

ক্যানিং: বুলবুল কবলিত এলাকা পরিদর্শন করে কাকদ্বীপে ত্রাণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ দুর্গতদের পাশে দাঁড়িয়ে বেশকিছু ঘোষণা করেছেন মমতা৷ বুলবুলের তাণ্ডবে মৃত পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

কাকদ্বীপে প্রাণ বৈঠক থেকে প্রশাসনিক কর্তাদের বেশ কিছু নির্দেশ দেন৷ ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতি খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

জানান, পান ও পাকা ধানে বড় ক্ষতি হয়েছে৷ ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ দুই লক্ষ কাঁচা বাড়ি নষ্ট হয়ে গিয়েছে৷ আবাস যোজনায় দু’লক্ষ বাড়ি নির্মাণের নির্দেশও দেওয়া দেওয়া হয়েছে৷ সেচ বাঁধ ভেঙে গিয়েছে৷ তা নির্মাণ করার কথাও জানিয়েছেন তিনি৷ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনতে বিষয়েও দ্রুততা আনারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নির্দেশ দিয়েছেন, এলাকায় শান্তি বজায় রাখুন৷

ক্ষতিগ্রস্তদের ১০০ দিনের কাজের ব্যবস্থা করার পাশাপাশি কড় নজরদারির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানান, কেন্দ্রীয় দল সমীক্ষা করবে আসবে৷ তার আগে দুর্গতদের জন্য বিশেষ রেশন কার্ড দেওয়া হবে৷ দুর্গতদের জন্য দেওয়া হবে ত্রিপল৷ ১০০ শতাংশ ফসল বীমা দেওয়ারও ঘোষণা করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, ৫-৬ লক্ষ মানুষ বুলবুলের কারণে ক্ষতিগ্রস্থ৷ তাঁদের পাশে থাকবে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *