ফের সিবিআই জেরার মুখে মমতা ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন

কলকাতা: আরও এক দফায় সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরার মুখে পড়লেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন৷ আজ দুপুরে সিজিও কমপ্লেক্সে প্রায় দু’ঘণ্টার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ টানা ২ ঘণ্টা জেলার পর শিল্পী শুভাপ্রসন্নকে ছেড়ে দেয়া হলেও পরবর্তী সময়ে তাঁকে ফের জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর৷ গত মাসের ৫ জুলাই শুভাপ্রসন্নকে জেরা করে সিবিআই৷ জেরার পর

ফের সিবিআই জেরার মুখে মমতা ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন

কলকাতা: আরও এক দফায় সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরার মুখে পড়লেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন৷ আজ দুপুরে সিজিও কমপ্লেক্সে প্রায় দু’ঘণ্টার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ টানা ২ ঘণ্টা জেলার পর শিল্পী শুভাপ্রসন্নকে ছেড়ে দেয়া হলেও পরবর্তী সময়ে তাঁকে ফের জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর৷

গত মাসের ৫ জুলাই শুভাপ্রসন্নকে জেরা করে সিবিআই৷ জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও আজ ফের তাঁকে হাজিরার জন্য নির্দেশ পাঠানো হয়৷ সিবিআইয়ের নির্দেশ মতো সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে যান শিল্পী৷
সূত্রের খবর, মূলত একটি বিষয়ের উপর বিস্তারিত তথ্য তাঁর কাছ থেকে জানতে চান কেন্দ্রে তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সুদীপ্ত সেনের কাছ থেকে ‘এখন সময়’ চ্যানেল বিক্রি করেছিলেন ছ’কোটি টাকার বিনিময়ে৷ সেই ব্যাপারে জানতে চাওয়া হয়৷ দিনের আলো না দেখা টিভি চ্যানেল কীভাবে ৬ কোটি টাকায় বিক্রি হল তাও জানতে চাওয়া হয় বলে সূত্রে খবর৷

এর আগে শুভাপ্রসন্ন সংবাদমাধ্যমের দাবি করেছিলেন, তিনি সাক্ষী হিসাবে কিছু নথিপত্র জমা দিতে এসেছিলেন৷ তবে সোমবার জেলা প্রসঙ্গে সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন শিল্পী৷ সূত্রের খবর, গত ৫ জুলাই সল্টলেকে হাজিরা সংক্রান্ত প্রশ্নের কাছে থেকে কিছু নথিপত্র চেয়ে পাঠানো হয়৷ তাই সেটাই আজ জমা দেন শিল্পী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *