ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, থামছে না অশান্তি

সিউড়ি: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম৷ পাড়ুই, দুবরাজপুরে বোমাবাজির অভিযোগ৷ জানা গিয়েছে, গভীর রাতে পাড়ুই থানার ইমাদপুর গ্রামে স্থানীয় অবিনাশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে৷ ঘটনায় কেউ হতাহত না হলেও তৃণমূল নেতার বাড়িতে বোমার দাগ ছিল স্পষ্ট৷ আতঙ্কিত এলাকাবাসী প্রশ্ন, এলাকায় পুলিশ থাকলেও যথেষ্ট কীভাবে ঘটছে এমন ঘটনা? তৃণমূলের

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, থামছে না অশান্তি

সিউড়ি: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম৷ পাড়ুই, দুবরাজপুরে বোমাবাজির অভিযোগ৷ জানা গিয়েছে, গভীর রাতে পাড়ুই থানার ইমাদপুর গ্রামে স্থানীয় অবিনাশপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে৷ ঘটনায় কেউ হতাহত না হলেও তৃণমূল নেতার বাড়িতে বোমার দাগ ছিল স্পষ্ট৷  আতঙ্কিত এলাকাবাসী প্রশ্ন, এলাকায় পুলিশ থাকলেও যথেষ্ট কীভাবে ঘটছে এমন ঘটনা?

তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘‘যে ঘরে আমি রাতে থাকি সেই ঘর লক্ষ্য করে বোমাবাজি করা হয়৷ আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে৷’’

অন্যদিকে, সোমবার রাতেই উত্তপ্ত হয়ে উঠে দুবরাজপুর থানার খোসনগর৷ রাতে গ্রামের বাইরে বোমাবাজিও চলে বলে স্থানীয়দের অভিযোগ৷ বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =