ভোটের পর এবার হিসেবের খাতা খুলবেন মমতা, তুঙ্গে তৎপরতা

কলকাতা: ভোট শেষ৷ স্বাভাবিক ছন্দে ফিরিছে প্রশাসন৷ দীর্ঘ ভোটের ধকল সামলে শেষ অর্থবর্ষে কোন দপ্তর কত টাকা খরচ করেছে, তার বিস্তারিত হিসেব নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে করে ৫২ দপ্তরের হিসেবের খাতা খুলতে পারেন মমতা৷ লোকসভা ভোটের জন্য গত তিন মাস ধরে রাজ্যে বিভিন্ন দপ্তরের কাজ প্রায় থমকে ছিল৷ এবার

2c43a744304a9490c5915f8ee973cc41

ভোটের পর এবার হিসেবের খাতা খুলবেন মমতা, তুঙ্গে তৎপরতা

কলকাতা: ভোট শেষ৷ স্বাভাবিক ছন্দে ফিরিছে প্রশাসন৷ দীর্ঘ ভোটের ধকল সামলে শেষ অর্থবর্ষে কোন দপ্তর কত টাকা খরচ করেছে, তার বিস্তারিত হিসেব নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে করে ৫২ দপ্তরের হিসেবের খাতা খুলতে পারেন মমতা৷

লোকসভা ভোটের জন্য গত তিন মাস ধরে রাজ্যে বিভিন্ন দপ্তরের কাজ প্রায় থমকে ছিল৷ এবার সেই কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য বার্তা আগেই দিয়েছিলেন মমতা৷ এবার দপ্তরের কর্তাদের ডেকে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ গত জানুয়ারি মাসের পর সোমবার ফের সমস্ত দপ্তরের প্রধান সচিব ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন তিনি৷ থাকবেন জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররাও৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত বছর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, আর্থিক বছরের শুরুতেই সব দপ্তরকে ৭০ শতাংশ টাকা দেওয়া হবে৷ সেই মতো ৫২টি দপ্তরকে টাকাও দেওয়া হয়৷ গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থদপ্তরের পক্ষ থেকে পর্যালোচনা করা হয়৷ কোন দপ্তর কত টাকা খরচ করেছে, সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *