ইস্তফার পর মুখ্যমন্ত্রীর দরবারে সব্যসাচী, তুললেন বিস্ফোরক অভিযোগ

ইস্তফা দেওয়ার এক সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়ে বিস্ফোরক অভিযোগ তুলেন বিধাননগরের পদত্যাগী মেয়র সব্যসাচী দত্ত৷ শুক্রবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সামনে জলা ভরাট নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন সব্যসাচী৷ মুখ্যমন্ত্রীর সামনেই রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ‘‘আমার কিছু চাওয়ার নেই৷ তবে, আমার এলাকায় বেশ কিছু জলা জমি ভরাট হচ্ছে৷ এই নিয়ে

ইস্তফার পর মুখ্যমন্ত্রীর দরবারে সব্যসাচী, তুললেন বিস্ফোরক অভিযোগ

ইস্তফা দেওয়ার এক সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়ে বিস্ফোরক অভিযোগ তুলেন বিধাননগরের পদত্যাগী মেয়র সব্যসাচী দত্ত৷ শুক্রবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সামনে জলা ভরাট নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন সব্যসাচী৷

মুখ্যমন্ত্রীর সামনেই রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ‘‘আমার কিছু চাওয়ার নেই৷ তবে, আমার এলাকায় বেশ কিছু জলা জমি ভরাট হচ্ছে৷ এই নিয়ে সরকারি তথ্য পাওয়া যাচ্ছে না৷ সরকারি দপ্তরগুলির লিয়াজোঁ না থাকায় জলা ভরাট হলেও কিছু করা যাচ্ছে না৷ কেউ বলছে, ওটা জলা, কেউ বলছে বাস্তু৷ আমরা জমি রেকর্ড পাচ্ছি না৷’’

ইস্তফার পর মুখ্যমন্ত্রীর দরবারে সব্যসাচী, তুললেন বিস্ফোরক অভিযোগএই অভিযোগের পরই মুখ্যমন্ত্রী ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে জবাব দেওয়ার নির্দেশ দেন৷ জমির রেকর্ড ওয়েবসাইট দেখতেও বলেন মুখ্যমন্ত্রী৷ এরপরই সব্যসাচী পাল্টা বলেন, রাজারহাট-নিউটাউনের বেশ কিছু জলা জমিতে মাছ ছাড়া হচ্ছে৷ কিন্তু, জমিগুলি কার কিছু বোঝা যাচ্ছে না৷’’ এই জমিগুলির রেকর্ডও দাবি করেন তিনি৷ জবাবে প্রশাসনকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী৷

এর আগে মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক বলেন, ‘‘মানুষের পাশে থেকে আমি যে কথা বলেছি৷ আগামী দিনেও করব৷ বিধাননগরে কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ কাজে যুক্ত৷ রাজারহাট-গোপালপুর অঞ্চলে বেআইনি কাজে বাধাদান করছিলাম৷ বিশেষত, জলা ভরাট করা হচ্ছিল৷ বেআইনি নির্মাণে বাধা দিচ্ছিলাম৷ এ নিয়ে পিটিশনেও দাখিল করেছি৷ রাজ্য সরকারকেও জানিয়েছিলাম৷ মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম৷ কিন্তু আজ পর্যন্ত কোনও সদিচ্ছা দেখতে পাইনি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =