Aajbikel

জেরার পর বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, আরও গতি পাবে নবজোয়ার?

 | 
অভিষেক

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার প্রায় পৌনে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে বিরোধীদের কটাক্ষ, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেকের নাম জড়িয়ে গেল। যদিও অভিষেকের দাবি পুরোটাই বোগাস ব্যাপার। জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে অভিষেক বলেন, ''জিজ্ঞাসাবাদ আস্ত অশ্বডিম্ব‌। নব্বই শতাংশ প্রশ্নই বোগাস"‌। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনজন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। এসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারদের পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারও ছিলেন সেখানে। তাপস মন্ডল ও কুন্তল ঘোষকে জেরা করে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া কুন্তলের চিঠি সংক্রান্ত বিষয় নিয়েও অভিষেককে প্রশ্ন করা হয়েছিল। এ বিষয়ে অভিষেক আরও বলেছেন, ''তৃণমূলে নবজোয়ার রুখতেই নোটিস পাঠানো হচ্ছে। আমাকে ডাকাডাকি বন্ধ করুন। বিজেপির কারও নাম এলে তাঁদের কেন ডাকা হয় না?''

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরই অভিষেককে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। যে ঘটনায় রাজ্যজুড়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়। এরপর শুক্রবার বাঁকুড়ার কর্মসূচি সংক্ষিপ্ত করে রাতেই কলকাতায় ফিরে এসেছিলেন তৃণমূল সাংসদ। ফের সেখানে জনসংযোগ যাত্রা শুরু করবেন বলে আগেই জানিয়েছেন অভিষেক। অর্থাৎ রীতিমতো 'বীরের' মতো বাঁকুড়াতে আবার  'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে তাঁকে সামিল হতে দেখা যাবে। এই অবস্থায় তৃণমূল নতুন করে প্রচার শুরু করেছে যে বিজেপির ইশারাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই  অভিষেককে ডেকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারছে না সিবিআই এবং ইডি। আর অভিষেক সেই একই দাবি ফের করেছেন। জোরের সঙ্গে জানিয়েছেন দুর্নীতি কাণ্ডে তাঁর সামান্যতম যোগ থাকলে তিনি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবেন।  

আর এটাই তৃণমূলকে অ্যাডভান্টেজ দেবে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কারণ এর আগেও অন্য দুর্নীতির মামলায় অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, এমন পরিস্থিতি কখনই তৈরি হয়নি। আর তাতেই সুবিধা পাচ্ছে তৃণমূল। তৃণমূলের দাবি, রাজ্যবাসী বুঝতে পারছেন অভিষেক নির্দোষ। তাঁকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। তাই হাজার বার জিজ্ঞাসাবাদ করা হোক, অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই জোরের সঙ্গে বলছে শাসক দল। তাই অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ পর্ব তৃণমূলের কাছে আশীর্বাদই হচ্ছে বলে দলের নেতাদের বিশ্বাস। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিবিআই ফের ডাকবে কিনা তা স্পষ্ট নয়। তাই এই জিজ্ঞাসাবাদ পর্বের পর 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি আরও গতি পায় কিনা এখন সেটাই দেখার।

Around The Web

Trending News

You May like