হিজাব পরে হনুমান চালিশা পাঠ, প্রাণসংশয় ইশরাত জাহানের

কলকাতা: তাৎক্ষণিক তিন তালাক নিয়ে মামলাকারী হিসেবে অন্যতম প্রধানমুখ রাজ্যের ইশরাত জাহান৷ অভিযোগ, হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ায় হুমকি দেওয়া হচ্ছে তাঁকে৷ খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন ইশরাত জাহান৷ তাঁর দাবি, বুধবার ছেলেকে নিয়ে হাওড়ার পিলখানা রোডের বাড়িতে ফেরার সময় দেখতে পান, বাড়ির বাইরে জমায়েত হয়েছে বেশ কয়েকজনের৷ বাড়ির

হিজাব পরে হনুমান চালিশা পাঠ, প্রাণসংশয় ইশরাত জাহানের

কলকাতা: তাৎক্ষণিক তিন তালাক নিয়ে মামলাকারী হিসেবে অন্যতম প্রধানমুখ রাজ্যের ইশরাত জাহান৷ অভিযোগ, হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ায় হুমকি দেওয়া হচ্ছে তাঁকে৷ খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে পুলিশি নিরাপত্তা চেয়েছেন ইশরাত জাহান৷

তাঁর দাবি, বুধবার ছেলেকে নিয়ে হাওড়ার পিলখানা রোডের বাড়িতে ফেরার সময় দেখতে পান, বাড়ির বাইরে জমায়েত হয়েছে বেশ কয়েকজনের৷ বাড়ির সামনে পৌঁছালে, তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ইশরাত জাহান৷ কেন তিনি হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ বছর দুই আগে বিজেপিতে যোগদান করেন ইশরাত জাহান৷ তিনি বলেন, আমার বাড়ির সামনে বহু মানুষের জমায়েত হয়৷  হিজাব পরে আমি কেন হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে গিয়েছি, তা নিয়ে প্রশ্ন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =