বেশ করেছি জিনস পরে পার্লামেন্টে গিয়েছি, পোশাক মিতর্কে জবাব মিমির

নয়াদিল্লি: ফের বিতর্কের ঘেরাটোপে সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান৷ তবে, এবারের বিতর্ক তাঁদের রাজনৈতিক পরিচিতি কিংবা বক্তব্য নিয়ে নয়, বিতর্ক তাঁদের পোশাক নিয়ে৷ লোকসভায় প্রথম দিন পরিচয়পত্র হাতে নুসরত ও মিমির একটি ছবি দিন কয়েক ধরেই সোশ্যাল সাইটে ভাইরাল৷ ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যঙ্গ৷ এবার সেই তালিকায় উঠে এসেছেন পরিচালক রামগোপাল বর্মা৷ বাংলার

বেশ করেছি জিনস পরে পার্লামেন্টে গিয়েছি, পোশাক মিতর্কে জবাব মিমির

নয়াদিল্লি: ফের বিতর্কের ঘেরাটোপে সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান৷ তবে, এবারের বিতর্ক তাঁদের রাজনৈতিক পরিচিতি কিংবা বক্তব্য নিয়ে নয়, বিতর্ক তাঁদের পোশাক নিয়ে৷

লোকসভায় প্রথম দিন পরিচয়পত্র হাতে নুসরত ও মিমির একটি ছবি দিন কয়েক ধরেই সোশ্যাল সাইটে ভাইরাল৷ ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যঙ্গ৷ এবার সেই তালিকায় উঠে এসেছেন পরিচালক রামগোপাল বর্মা৷ বাংলার দুই নায়িকার এই পদক্ষেপকে তিনি পছন্দ করেননি৷ ট্যুইটারে তা জানিয়ে মন্তব্যও করেছেন৷ তবে, শুধু রামগোপাল ভার্মা নয়৷ বিবিসির প্রাক্তন সাংবাদিক থেকে সাধারণ মানুষও তাঁদের নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি৷ সকলের প্রশ্ন, সংসদের গরিমা রাখতে মহিলা সাংসদের শাড়ি বা মানানসই পরা উচিত৷ কিন্তু, তা তাঁরা করেননি বলে অভিযোগ৷

যাঁদের নিয়ে এত হইচই, সেই মিমি জানিয়েছিলেন, বেশ করেছি জিনস পরে পার্লামেন্টে গিয়েছি৷ এর মধ্যে বিতর্কের কী আছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =