সারদার পর এবার রোজভ্যালি বিতর্কে মদন, জেরা ইডির

কলকাতা: এক সরদায় রক্ষা নেই, এবার দোষর রোজভ্যালি৷ নয়া বিড়ম্বনায় মদন মিত্র৷ সোমবার রোজভ্যালকাণ্ডে টানা চার ঘণ্টা ইডির জেরার মুখোমুখি হলেন তৃণমূল নেতা মদন মিত্র৷ এই প্রথম রোজভ্যালি-কাণ্ডে মদনকে জেরা ইডির৷ ইডি সূত্রে খবর, রোজভ্যালিকর্তা ধৃত গৌতম কুণ্ডুর সংস্থার সঙ্গে মদনের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, তা নিয়ে এদিন জানতে চান তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে মদন মিত্রের

সারদার পর এবার রোজভ্যালি বিতর্কে মদন, জেরা ইডির

কলকাতা: এক সরদায় রক্ষা নেই, এবার দোষর রোজভ্যালি৷ নয়া বিড়ম্বনায় মদন মিত্র৷ সোমবার রোজভ্যালকাণ্ডে টানা চার ঘণ্টা ইডির জেরার মুখোমুখি হলেন তৃণমূল নেতা মদন মিত্র৷ এই প্রথম রোজভ্যালি-কাণ্ডে মদনকে জেরা ইডির৷

ইডি সূত্রে খবর, রোজভ্যালিকর্তা ধৃত গৌতম কুণ্ডুর সংস্থার সঙ্গে মদনের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, তা নিয়ে এদিন জানতে চান তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে মদন মিত্রের আয়-ব্যায়ের হিসাবের সঙ্গে রোজভ্যাল থেকে তিনি কোনও টাকা নিয়েছিলেন কি না, বিনিময়ে তিনি কি সহযোগিতার আস্বাস দিয়েছিলেন কি না তাও জানতে চাওয়া হয়৷

এর আগে সারদাকাণ্ডে ২০১৪ সালে ১২ ডিসেম্বর আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার হন মদন মিত্র৷ সারদার ব্যবসায় সুদীপ্ত সেনকে মদনবাবুর সাহায্য করার প্রমাণ মেলার ভিত্তিতেই সিবিআই তাঁকে গ্রেপ্তার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 4 =