ফল প্রকাশের পর পদত্যাগ মেয়র জিতেন্দ্র তিওয়ারির, তুঙ্গে জল্পনা

আসানসোল: ভোটে লিড পেতে ১ কোটি টাকার ‘ইনাম’ ঘোষণা করেছিলেন৷ কিন্তু, লোকসভার ফল প্রকাশের পর কাজে এল না আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির ইনাম তত্ত্ব৷ মুনমুনকে জেতাতে ব্যর্থতার দায় নিয়ে মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জিতেন্দ্র তিওয়ারির৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গণনা শুরুর আগেই কেন্দ্রে পৌঁছে যান জিতেন্দ্রবাবু৷ দলের হার নিশ্চিত জেনেও গণনা শেষ হওয়া পর্যন্ত সেখানেই

ফল প্রকাশের পর পদত্যাগ মেয়র জিতেন্দ্র তিওয়ারির, তুঙ্গে জল্পনা

আসানসোল: ভোটে লিড পেতে ১ কোটি টাকার ‘ইনাম’ ঘোষণা করেছিলেন৷ কিন্তু, লোকসভার ফল প্রকাশের পর কাজে এল না আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির ইনাম তত্ত্ব৷ মুনমুনকে জেতাতে ব্যর্থতার দায় নিয়ে মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জিতেন্দ্র তিওয়ারির৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গণনা শুরুর আগেই কেন্দ্রে পৌঁছে যান জিতেন্দ্রবাবু৷ দলের হার নিশ্চিত জেনেও গণনা শেষ হওয়া পর্যন্ত সেখানেই পড়ে থাকেন জিতেন্দ্র৷ গণনা কেন্দ্র থেকেই সংবাদমাধ্যমে সাফ জানিয়ে দেন, দলের প্রার্থীকে জেতাতে না পারলে তিনি মেয়র পদ ছেড়ে দেবেন৷ এদিন সন্ধ্যায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে জিতেন্দ্রবাবু বলেন, ‘‘আমি কালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেব৷’’ জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি তাঁর চিঠি পাঠিয়ে দিয়েছেন৷ তবে, তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি৷

হার নিশ্চিত জেরে এদিন দুপুরেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়া যান মুনমুন সেন৷ সংবাদ মাধ্যমে জানিয়ে দেন, ‘‘আমি খুব দুঃখ পেয়েছি৷ দুঃখ… দুঃখ… দুঃখ…৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + five =