নারদার পর এবার সারদা অস্বস্তিতে শোভন, সিবিআই দপ্তরে বৈশাখীও

কলকাতা: নারদা-কাণ্ডের পর এবার সারদা প্রতারণা মামলায় ফের সিবিআইয়ের দপ্তরে শোভন-বৈশাখী৷ আজ সকালে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্স হাজিরাদেন শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন তাঁর পারিবারিক বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ গোলাপি রঙা পোশাকে শোভন-বৈশাখীর সিবিআই দপ্তর হাজিরা ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ এর আগে নারদাকাণ্ডে শোভনকে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা৷ দিয়েছিলেন হাজিরা৷ এবার সারদাকাণ্ডে সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিলেন বিজেপি নেতা৷

নারদার পর এবার সারদা অস্বস্তিতে শোভন, সিবিআই দপ্তরে বৈশাখীও

কলকাতা: নারদা-কাণ্ডের পর এবার সারদা প্রতারণা মামলায় ফের সিবিআইয়ের দপ্তরে শোভন-বৈশাখী৷ আজ সকালে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্স হাজিরাদেন শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন তাঁর পারিবারিক বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ গোলাপি রঙা পোশাকে শোভন-বৈশাখীর সিবিআই দপ্তর হাজিরা ঘিরে শুরু হয়েছে জল্পনা৷

এর আগে নারদাকাণ্ডে শোভনকে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা৷ দিয়েছিলেন হাজিরা৷ এবার সারদাকাণ্ডে সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিলেন বিজেপি নেতা৷ সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে দফায় দফায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে আঁজ শোভনবাবুকে ডেকে পাঠানো হয়েছে৷ সারদাকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব ভিত্তিতে তাঁদের জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর৷

সারদা সংস্থার সঙ্গে শোভনবাবু কোনও যোগাযোগ ছিল কি না, মেয়র থাকাকালীন সারদাকে কলকাতা পুরসভার তরফেই কোনও সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখার কাজ সিবিআইয়ের আধিকারিকরা করছেন বলে খবর৷ জানা গিয়েছে, শোভনবাবুর বয়ান রেকর্ড করা হবে৷ তা পরবর্তীতে সময়ে অন্যান্য সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তি মিলিয়ে দেখা হতে পারে৷

নারদার পর এবার সারদা অস্বস্তিতে শোভন, সিবিআই দপ্তরে বৈশাখীও

রাজ্য রাজনীতিতে সাম্প্রতিককালে অন্যতম আলোচিত জুটি শোভন-বৈশাখী৷ গত ১৪ আগস্ট তাঁরা দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন৷ এরপর কলকাতায় এসে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বাধে বিপত্তি৷ বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তাই তিনি আসবেন না৷ বৈশাখী যাবেন না বলে শোভন চট্টোপাধ্যায়ও বেঁকে বসেন৷ তাঁদের আপত্তিতেই দেবশ্রী রায়কে বিজেপি দলে নেয়নি৷ শেষমেষ অনেক কাঠখড় পুড়িয়ে তাঁদের রাজি করানো হয়৷ এরপর থেকে দলের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়তে শুরু করে৷ এরপর থেকেই একরকম আড়ালে চলে গিয়েছিলেন শোভন-বৈশাখী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =