মোদি-শাহের পর এবার রাজ্যপালকে আক্রমণ মমতার

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত বেশ খানিকটা চড়েছে৷ বাংলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন মোদি-শাহ৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই সমালোচার সুর চড়ালেন মমতা৷ মঙ্গলবার হেয়ার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি রাজ্যপালকে সম্মান করি৷ কিন্তু, প্রতিটি পদে সাংবিধানিক সীমা থাকে৷ আজ বাংলাকে অপমান করা হচ্ছে৷ কিন্তু,

মোদি-শাহের পর এবার রাজ্যপালকে আক্রমণ মমতার

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে নিয়ে কেন্দ্র-রাজ্যের সংঘাত বেশ খানিকটা চড়েছে৷ বাংলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন মোদি-শাহ৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই সমালোচার সুর চড়ালেন মমতা৷

মঙ্গলবার হেয়ার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি রাজ্যপালকে সম্মান করি৷ কিন্তু, প্রতিটি পদে সাংবিধানিক সীমা থাকে৷ আজ বাংলাকে অপমান করা হচ্ছে৷ কিন্তু, আপনি যদি বাংলাকে বাঁচাতে চান, বাংলার সংস্কৃতি বাঁচাতে চান, হাতে আসুন আমরা এক হয়৷ জোট বাঁধি৷ বাংলাকে আজ গুজরাটে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে৷ কিন্তু, বাংলা কখনই গুজরাট নয়৷’’

অন্যদিকে, মোদি-অমিত শাহের বৈঠকের পর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রাজ্যপাল জানিয়েছেন, সৌজন্য সাক্ষাৎ ছিল৷ রাজ্যের সামগ্রিত পরিস্থিতি জানিয়েছি৷ জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ের কথা আগেই নির্ধারিত ছিল৷ সেই কারণে আজ, বৈঠক৷ আমি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে থাকতে পারিনি৷ ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে পারিনি৷ সেই কারণেই সৌজন্য সাক্ষাৎ৷’’

বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও আলোচনা হয়েছে? সর্বভারতীয় সংবাদমাধ্যের সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজ্যপাল ত্রিপাঠী জানান, এই নিয়ে কোনও কথা হয়নি৷ সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ত্রিপাঠী জানান, ‘‘যা বলার আমি বলে এসেছি৷ বাংলায় যদি এই দাবি ওঠে তখন ভেবে দেখা হবে৷ তবে, রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও কথা হয়নি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =