মহারাষ্ট্রের পর বাংলার কৃষকরা কাঁপাবেন রাজপথ, তুঙ্গে লং মার্চের প্রস্তুতি

কলকাতা: মহারাষ্ট্রের পর এবার বাংলা৷ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বাংলার কৃষকরা নামতে চলেছে রাজপথে৷ মহারাষ্ট্রের মতো বাংলায় ‘লং মার্চে’র প্রস্তুতি কৃষকদের৷ জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই লং মার্চ কর্মসূচি নেওয়া হবে৷ কৃষি ক্ষেত্রে বাংলার দুর্বিষহ পরিস্থিতিতে সামনে রেখে লং মার্চের ঘোষণা বামফ্রন্টের৷ বামফ্রন্ট সূত্রে খবর, টানা ১২

মহারাষ্ট্রের পর বাংলার কৃষকরা কাঁপাবেন রাজপথ, তুঙ্গে লং মার্চের প্রস্তুতি

কলকাতা: মহারাষ্ট্রের পর এবার বাংলা৷ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বাংলার কৃষকরা নামতে চলেছে রাজপথে৷ মহারাষ্ট্রের মতো বাংলায় ‘লং মার্চে’র প্রস্তুতি কৃষকদের৷

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই লং মার্চ কর্মসূচি নেওয়া হবে৷ কৃষি ক্ষেত্রে বাংলার দুর্বিষহ পরিস্থিতিতে সামনে রেখে লং মার্চের ঘোষণা বামফ্রন্টের৷

বামফ্রন্ট সূত্রে খবর, টানা ১২ দিন ধরে মোট ২৮৩ কিলোমিটার লং মার্চ করা হবে৷ তিনটি পর্যায়ে হবে কর্মসূচি৷ চিত্তরঞ্জন থেকে কলকাতা পর্যন্ত পর্বের লং মার্চ, দ্বিতীয় ধাপে মালদহ থেকে শিলিগুড়ি ও শেষ পর্বটি হবে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত৷

লং মার্চ থেকে কৃষি ক্ষেত্রে বাংলার দুর্বিষহ পরিস্থিতি-সহ রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি প্রতিবাদে উঠবে প্রতিবাদের আগুন৷ বেকারত্বের বিরুদ্ধে করা হবে যুদ্ধ ঘোষণা৷ শ্রমিক-কর্মচারী, কৃষকদের এককাট্টা করে প্রতিবাদের আগুন ঝড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বামফ্রন্ট সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =