রাজীব কুমার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত

নয়াদিল্লি: রাজীব কুমার বনাম সিবিআই মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। দু’পক্ষকেই তাঁদের চূড়ান্ত বক্তব্য লিখিত আকারে শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দিতে বললেন প্রধান বিচারপতি। তবে এই মামলার রায় রিজার্ভ বা স্থগিত রাখা হল বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে শুনানি শেষ হলেও কবে রায়দান করা হবে তা এখনো জানা যায়নি৷ এর

রাজীব কুমার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত

নয়াদিল্লি: রাজীব কুমার বনাম সিবিআই মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। দু’পক্ষকেই তাঁদের চূড়ান্ত বক্তব্য লিখিত আকারে শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দিতে বললেন প্রধান বিচারপতি। তবে এই মামলার রায় রিজার্ভ বা স্থগিত রাখা হল বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে শুনানি শেষ হলেও কবে রায়দান করা হবে তা এখনো জানা যায়নি৷

এর আগে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল, রাজীব কুমারকে কেন গ্রেফতার করা প্রয়োজন তার প্রমাণ দাখিল করতে। রাজীব কুমারকে হেফাজতে চাওয়ার কারণ সংবলিত তথ্য বুধবার সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই। বুধবার সিবিআইয়ের তরফে দাবি করা হয়, সারদা চিট ফান্ড মামলায় প্রভাবশালীদের আড়াল করতে তদন্তের তথ্য বিকৃত ও নষ্ট করেছেন তৎকালীন সিট প্রধান রাজীব কুমার।

অন্যদিকে, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতের সওয়ালে অভিযোগ করেছিলেন, সিবিআইয়ের এক পদস্থ অফিসার নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে তদন্ত করার জন্যই তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করার পরই তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা শুরু হয়। রাজীব কুমারের আইনজীবীর প্রশ্ন, গত পাঁচ বছরে সারদা তদন্তে সিবিআই কত জনকে দোষী সাব্যস্ত করেছে? তাহলে সবাইকে বাদ দিয়ে কেন রাজীব কুমারকেই ধাওয়া করা হচ্ছে? তাঁর আরও অভিযোগ, রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে কোনও এফআইআর করেনি সিবিআই। তাহলে তার মক্কেলকে কেন শুধু শুধু বিব্রত করা হচ্ছে, বলে অভিযোগ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =