লোকসভায় ভোট চুরির পরামর্শ অনুব্রতর

বোলপুর: প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে ভোট চুরির পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার জনসভা মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল নেতাকে বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে লিড কত ছিল? লোকসভায় কত বাড়বে? আর না বাড়লে সবাই ভোট চুরি করে, আমিও করুন৷’’ এখানেই থামেননি অনুব্রত৷ আর থামার কথাও না৷ মাথায় অক্সিজেন কম ঢোকা অনুব্রতর হুঁশিয়ারি, ‘‘মোদিবাবু,

লোকসভায় ভোট চুরির পরামর্শ অনুব্রতর

বোলপুর: প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে ভোট চুরির পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার জনসভা মঞ্চে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল নেতাকে বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে লিড কত ছিল? লোকসভায় কত বাড়বে? আর না বাড়লে সবাই ভোট চুরি করে, আমিও করুন৷’’

এখানেই থামেননি অনুব্রত৷ আর থামার কথাও না৷ মাথায় অক্সিজেন কম ঢোকা অনুব্রতর হুঁশিয়ারি, ‘‘মোদিবাবু, আপনি আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসুন৷ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন৷ কিন্তু, কিছুই হবে না৷ আমরা কেন্দ্রীয় বাহিনীকে মিষ্টি খাওয়াবো৷ যা যা চাইবে তাই দেব৷ কিন্তু, ভোটটা আমরাই করাবো৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =