বিজেপিতে নাম লেখানো অভিনেত্রী অঞ্জু ঘোষ কি বাংলাদেশি? তথ্য ঘিরেও প্রশ্ন

কলকাতা: তৃণমূলের হয়ে ভোটের প্রচার করে ভারত ছাড়তে হয়েছিল বাংলাদেশি ফিরদৌস ও আবদুন গাজি নুরকে৷ নির্বচান কমিশনে গিয়ে নালিশও ঠুকে এসেছিল বিজেপি৷ এবার, সেই বিজেপি দলেই নাম লেখালেন বাংলাদেশি অভিনেত্রী তথা ‘বেদের মেয়ে জোৎস্না’ খ্যাত অঞ্জু ঘোষ৷ বাংলাদেশি অভিনেত্রীকে দলে যোগ দেওয়ানোকে কেন্দ্র করে বিতর্ক ওঠে৷ আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী অঞ্জু ঘোষের নাগরিকত্বের

বিজেপিতে নাম লেখানো অভিনেত্রী অঞ্জু ঘোষ কি বাংলাদেশি? তথ্য ঘিরেও প্রশ্ন

কলকাতা: তৃণমূলের হয়ে ভোটের প্রচার করে ভারত ছাড়তে হয়েছিল বাংলাদেশি ফিরদৌস ও আবদুন গাজি নুরকে৷ নির্বচান কমিশনে গিয়ে নালিশও ঠুকে এসেছিল বিজেপি৷ এবার, সেই বিজেপি দলেই নাম লেখালেন বাংলাদেশি অভিনেত্রী তথা ‘বেদের মেয়ে জোৎস্না’ খ্যাত অঞ্জু ঘোষ৷ বাংলাদেশি অভিনেত্রীকে দলে যোগ দেওয়ানোকে কেন্দ্র করে বিতর্ক ওঠে৷ আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী অঞ্জু ঘোষের নাগরিকত্বের প্রমাণ দেন জয়প্রকাশ মজুমদার৷ তবে, বিজেপির দেখানো প্রশ্ন ঘিরেও উঠছে প্রশ্ন৷

বুধবার ঈদের দিনে দলীয় পার্টি অফিস থেকে অঞ্জু ঘোষের হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ ঘোষ৷ এর পরই প্রশ্ন ওঠে অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে৷ অঞ্জু ঘোষ কি বাংলাদেশি? নাকি ভারতীয়? সাংবাদিক বৈঠকেই বাংলাদেশি অভিনেত্রীর দাবি, তিনি ভারতীয় নাগরিক৷

বিতর্ক উঠতেই নামে নামে বিজেপি৷ বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ফেসবুক পোস্ট করে জানান, ‘‘শ্রীমতি অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদানে বহু মানুষ চিন্তিত হয়ে পড়ছেন। তাদের সন্দেহ অঞ্জু ঘোষ ভারতের নাগরিক কি না?
তার “জন্ম প্রমাণ পত্র”ই তার নাগরিকত্বের প্রমাণ।’’

এদিন জয়প্রকাশ মজুমদার অঞ্জু ঘোষের প্যান, আধারকার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ও কলকাতা পুরসভার দেওয়া জন্মসংশাপত্র প্রকাশ করেন৷ বলেন, অঞ্জু ঘোষ ভারতীয়৷ ১৯৬৬ সালে ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন কলকাতায়৷ তাঁর এখানেই জন্ম৷ এদিন তিনি অঞ্জু ঘোষের প্যান, আধারকার্ড, পাসপোর্টের নম্বরও প্রকাশ করেন৷ ২০০২ সালে ইস্যু হওয়া ভোটার আইডি কার্ডেও নম্বর জানান তিনি৷ বিজেপির তরফে প্রকাশিত জন্ম শংসাপত্র দেখা গিয়েছে, অঞ্জু ঘোষকে কলকাতা পুরসভার তরফে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ২২ ডিসেম্বর ২০০৩ সালে৷ ২০০২ সালে ইস্যু হয়েছে ভোটারকার্ড৷ কিন্তু, প্রশ্ন উঠছে ১৯৬৬ সালে জন্ম হওয়ার পর ২০০৩ সালে কেন ইস্যু হল জন্ম শংসাপত্র? এতদিন কি তাঁর এই সার্টিফিটেক প্রয়োজন হয়নি? ২০০৩ সালে জন্মের শংসাপত্র ইস্যু হওয়ার আগেই ২০০২ সালে ভোটার আইডি ইস্যু হল কীভাবে? তবে, এর জবাব এখনও পাওয়া যায়নি৷

জানা গিয়েছে, অঞ্জু ঘোষ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক৷ বাংলাদেশে থেকেই একের পর এক সিনেমা করেন৷ ‘বেদের মেয়ে জোৎস্না’ সিনেমার বিটার সাফল্যের পর বাংলাতে থেকে যান৷ ছোট-বড়পর্দায় খুব একটা দেখা না গেলেও লোকসভা ভোটের পর আজ বিজেপি দপ্তরে হাজির হয়ে যান অভিনেত্রী৷ বিজেপিতে নাম লেখানোর পর সাংবাদিকার তাঁর নাগরিকত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন করেন৷ সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্ন এড়িয়ে যান অভিনেত্রী৷ পরে, অঞ্জু দাবি করেন, তিনি ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন তিনি৷ ফলে, বিবাহসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তিনি৷ যদিও, উইকিপিডিয়া বলছে, অঞ্জু ঘোষ বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের ফরিদপুরে জন্ম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =