বিজেপি যোগ দিতেই দিল্লির টিকিট পেলেন অভিনেতা সানি

নয়াদিল্লি: ‘ঢাই কিলো কা হাত, বিজেপি কে সাথ।’ অভিনেতা সানি দেওল বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়া সরগরম এই ডায়লগেই। তার মধ্যেই সানি দেওলকে গুরুদাসপুর কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরেই সানির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত মঙ্গলবার পদ্ম শিবিরে যোগ দেন তিনি।

বিজেপি যোগ দিতেই দিল্লির টিকিট পেলেন অভিনেতা সানি

নয়াদিল্লি: ‘ঢাই কিলো কা হাত, বিজেপি কে সাথ।’ অভিনেতা সানি দেওল বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়া সরগরম এই ডায়লগেই। তার মধ্যেই সানি দেওলকে গুরুদাসপুর কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপরেই সানির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত মঙ্গলবার পদ্ম শিবিরে যোগ দেন তিনি। এদিন তাঁকে দলে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পাশাপাশি, অভিনেত্রী তথা বর্তমান সাংসদ কিরণ খেরকে তাঁর কেন্দ্র চন্ডীগড় থেকেই প্রার্থী করল বিজেপি।

এদিন বিজেপিতে যোগ দিয়ে সানি দেওল বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সঙ্গে যুক্ত ছিলেন আমার বাবা। তাঁর পথ অনুসরণ করেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আমি মোদিকেই চাই।’ অভিনেতাকে বিজেপিতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার সময় সানি দেওল অভিনীত ‘বর্ডার’ সিনেমার উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 18 =