আন্দামান: লোকসভা নির্বাচনে আন্দামান ও নিকোবরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অয়ন মণ্ডলকে সমর্থন করবে অভিনেতা কমল হাসানের দল ‘মক্কল নিধি মইয়ম’। সেই সূত্রে সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কমল হাসান। তারপর আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে৷
নিজের দল গড়েছিলেন প্রাক্তন অভিনেতা কমল হাসান৷ দলের নাম মক্কাল নিধি মাইয়াম৷ সংবাদিক বৈঠক করে জানালেন, লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল৷ ভোটে লড়বেন তিনিও৷ এবার তৃণমূলকে সমর্থনের বার্তা দক্ষিণের এই অভিনেতার৷
পূর্বঘোষণা অনুযায়ী গত ২১ ফেব্রুয়ারি মাদুরাইয়ে এক জনসভা থেকে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন অভিনেতা কমল হাসান। তাঁর দলের নাম ‘মক্কাল নিধি মায়াম।’ এই দলের পতাকাও প্রকাশ করা হয়৷ কমলের দলের পতাকার রং লাল-সাদা-কালো। সাদার উপর ৬টি হাত রয়েছে। তার মধ্যে তিনটি হাতের রং লাল। কালো রঙের একটি তারাও আছে পতাকায়। তামিলনাড়ুর প্রথমসারির দু’টি রাজনৈতিক দল এআইএডিএমকে ও ডিএমকে-র পতাকায় সাদা ও কালো রং আছে। তামিলনাড়ুর রাজনীতিতে এই দু’টি রঙের বিশেষ তাৎপর্য আছে।