কলকাতা: ‘এক ভাষা, এক দেশে’র পাল্টা কর্মসূচি নিয়ে এবার মাঠে নামছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি৷ ‘বাংলা ভাষা বাঁচানো’র দাবিতে এবার বাংলার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রচার শুরু করতে চলেছে এই ছাত্র সংগঠন৷ আগামী শুক্রবার থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি৷
কিন্তু খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ‘এক দেশ এক ভাষা’ মন্তব্যের পাল্টা এবিভিপির কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷ আরএসএসের এই ছাত্র সংগঠনের দাবি, তাঁরা কোনও ভাবেই চান না, এক দেশ এক ভাষা ব্যবস্থা চালু হোক৷ আঞ্চলিক ভাষাকে মর্যাদা না দিয়ে কখনও এক দেশ এক ভাষার ব্যবস্থা করা যাবে না৷ এই মর্মে আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে এবিভিপির তরফে জানানো হয়েছে৷
Rajinikanth: Hindi shouldn’t be imposed. Not just Tamil Nadu but none of the southern states will accept imposition of Hindi. Not only Hindi, no language should be imposed. If there’s a common language it’s good for country’s unity&progress but forcing a language isn’t acceptable pic.twitter.com/cP3KzihTgw
— ANI (@ANI) September 18, 2019
শুধু হিন্দি ভাষা নয়, কোনও ভাষায় চাপিয়ে দেওয়া যাবে না৷ শুধু তামিলনাড়ুতে নয় দক্ষিণে কোনও রাজ্য এই বিষয়টি মানে নেওয়া হবে না, সাফ জানালেন অভিনেতা রজনীকান্ত৷ হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন কমল হাসান৷ গত সপ্তাহে অমিত শাহ মন্তব্য করেন, গোটা দেশ জুড়ে চালু হবে এক দেশ এক ভাষা৷ অমিত শাহের এই মন্তব্য ঘিরে গোটা দেশজুড়ে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে বিতর্ক৷