শাহরুখ গৌরীর সঙ্গে ভোটকেন্দ্রে আব্রাম, ব্যাপারটা কী?

আজ বিকেল: জন্ম থেকেই বাবার ফেম থেকে নিজেরটাও কুড়িয়ে নিয়েছে আব্রাম খান। খান দম্পতির ছোট ছেলে। বছর ছয়েকের আব্রাম ভীষণ ভীষণ স্পেশ্যাল। তাই তৃতীয় সন্তানকে চোখের আড়াল হতে দেন না কিং খান। আইপিএলের মাঠেও প্লেয়ারদের সঙ্গে ছেলেক নিয়ে ভিকট্রি-উদযাপন করেন তিনি। এবার ভোট দিতেও ছেলেক নিয়ে বুথে গেলেন খান দম্পতি। কিন্তু ভোট দিতে আব্রাম কেন

53f3cbcc17af90c7ec7f187400e8b832

শাহরুখ গৌরীর সঙ্গে ভোটকেন্দ্রে আব্রাম, ব্যাপারটা কী?

আজ বিকেল: জন্ম থেকেই বাবার ফেম থেকে নিজেরটাও কুড়িয়ে নিয়েছে আব্রাম খান। খান দম্পতির ছোট ছেলে। বছর ছয়েকের আব্রাম ভীষণ ভীষণ স্পেশ্যাল। তাই তৃতীয় সন্তানকে চোখের আড়াল হতে দেন না কিং খান। আইপিএলের মাঠেও প্লেয়ারদের সঙ্গে ছেলেক নিয়ে ভিকট্রি-উদযাপন করেন তিনি। এবার ভোট দিতেও ছেলেক নিয়ে বুথে গেলেন খান দম্পতি।

কিন্তু ভোট দিতে আব্রাম কেন বাবা-মায়ের সঙ্গে যাবে, তানিয়ে গুঞ্জন শুরু হলেও পাত্তা দেননি এসআরকে। জানিয়েছেন, বোটিং আর ভোটিংয়ের মধ্যেকার পার্থক্য বুঝতে পারছে না বছর ছয়েকের শিশু। বাবা যতবার বোঝানোর চেষ্টা করছে ভোটিং কি, তত সে ভাবছে এটা নিশ্চই বোটিংয়ের মতই মজার আর অ্যাডভেঞ্চারের কোনও কাজ। ছোট পুত্রকে শেষমেশ বোঝাতে না পেরে সোমবার বুথেই নিয়ে গেলেন শাহরুখ। ফেরার সময় হাসিমুখে নীলকালির আঙুল নিয়ে আলোকচিত্রীদের পোজ দিতেও ভুললেন না।

এদিন কাজল অজয় দেবগন, আমীর কিরণ-সহ গোটা বচ্চন পরিবার ও রণবীর কাপুর, রণবীর সিং, মাধুরী দিক্ষিত, সলমন খান, অর্জুন কাপুর সকলেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *