বিধায়কের বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস অভিষেকের

নদিয়া : মৃত দলীয় বিধায়কের বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার হাঁসখালিতে গিয়ে মৃত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্মৃতিতে মালা দেন তিনি। দেখা করেন সত্যজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে। মৃত বিধায়কের স্ত্রীর দাবি, প্রশাসন সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। সোমবার সকালেই সেখানে উপস্থিত হন রাজ্যর

2a53a4ce640cb6e9f20b4fe4faefa24c

বিধায়কের বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস অভিষেকের

নদিয়া : মৃত দলীয় বিধায়কের বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার হাঁসখালিতে গিয়ে মৃত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্মৃতিতে মালা দেন তিনি। দেখা করেন সত্যজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে। মৃত বিধায়কের স্ত্রীর দাবি, প্রশাসন সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। সোমবার সকালেই সেখানে উপস্থিত হন রাজ্যর মন্ত্রী ও তৃণমূল নেতা, কর্মীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির তোলা গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে, তিনি পালটা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতাতেই সীমান্ত সংলগ্ন অঞ্চলে বাড়চ্ছে সন্ত্রাস।

শনিবার, ফুলবাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক। সেখানেই সত্যজিৎ বিশ্বাসকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে ৩ জনকে আটক করে পুলিস৷ বিজেপি নেতা সহ ৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি৷ এদিকে, বিধায়ক মৃত্যুর প্রতিবাদে নদিয়ার ভায়না স্টেশনে অরবোধ করেন তৃণমূল সমর্থকরা। রানাঘাট-গেদে শাখায় রেল অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনের ব্যস্ত সময়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *