মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে গিয়ে গ্রেপ্তার আব্দুল মান্নান

কলকাতা: কলকাতার মেট্রো চ্যনেলে ধর্নায় বসতে গিয়ে গ্রেপ্তার হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। চিটফাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই ক্ষমতার অপব্যবহার করছে ও অযথা এই তদন্ত বিলম্বিত করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে আজ মেট্রো চ্যানেলে সত্যাগ্রহ ধর্না করতে চেয়েছিল যুব কংগ্রেস। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। তবে পুলিশ এই স্থানে ধর্না করার

মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে গিয়ে গ্রেপ্তার আব্দুল মান্নান

কলকাতা: কলকাতার মেট্রো চ্যনেলে ধর্নায় বসতে গিয়ে গ্রেপ্তার হলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। চিটফাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই ক্ষমতার অপব্যবহার করছে ও অযথা এই তদন্ত বিলম্বিত করা হচ্ছে।

এই অভিযোগ নিয়ে আজ মেট্রো চ্যানেলে সত্যাগ্রহ ধর্না করতে চেয়েছিল যুব কংগ্রেস। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। তবে পুলিশ এই স্থানে ধর্না করার অনুমতি দেয়নি। তা সত্ত্বেও কর্মীরা অনশন শুরু করতে চাইলে মান্নান সহ উপস্থিত সবাইকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নানের বক্তব্য, তাঁরা চিটফান্ড কাণ্ড নিয়ে ধর্নায় বসেছেন। পুলিস তাঁদের জোর করে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনদিন ধরে ধর্নায় বসতে পারেন তাহলে তিনি কেন বসতে পারবেন না? অন্যদিকে আবার রাজ্য বিজেপিও মেট্রো চ্যানেলে তিনদিন ধর্নায় বসতে চেয়ে পুলিসের কাছে অনুমতি চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =