অনাস্থা ভোটের আগেই ‘অপহৃত’ তৃণমূল কাউন্সিলর, কাঠগড়ায় প্রাক্তন শাসক নেতা

বারাসত: কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে বনগাঁ পুরসভায় অনাস্থা ভোটের প্রক্রিয়া৷ অনাস্থা ভোটের ৪৮ ঘণ্টার আগেই ‘অপহৃত’ তৃণমূল কাউন্সিলর৷ অভিযোগের তির তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো ২ কাউন্সিলরের বিরুদ্ধে৷ বিজেপি কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের নামে দায়ের হয়েছে অভিযোগ৷ যদিও, দিন কয়েক আগে এই হিমাদ্রি মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের৷ অভিযোগকারী

4b03d79fc339cf4a82f5b5e7b92e3bda

অনাস্থা ভোটের আগেই ‘অপহৃত’ তৃণমূল কাউন্সিলর, কাঠগড়ায় প্রাক্তন শাসক নেতা

বারাসত: কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে বনগাঁ পুরসভায় অনাস্থা ভোটের প্রক্রিয়া৷ অনাস্থা ভোটের ৪৮ ঘণ্টার আগেই  ‘অপহৃত’ তৃণমূল কাউন্সিলর৷ অভিযোগের তির তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো ২ কাউন্সিলরের বিরুদ্ধে৷ বিজেপি কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের নামে দায়ের হয়েছে অভিযোগ৷ যদিও, দিন কয়েক আগে এই হিমাদ্রি মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের৷

অভিযোগকারী তৃণমূল কাউন্সিলর শম্পা মোহান্তের দাবি, তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করা হয়৷ চাওয়া হয় ২০ লক্ষ টাকার মুক্তিপণ৷ ৩ লক্ষ টাকা দেওয়ার পরেও মুক্তি না দেওয়ার তিনি কোনওক্রমে পালিয়ে বনগাঁ থানায় অভিযোগ করেন৷ বনগাঁ আদালতে তাঁর জবানবন্দি নেওয়া হয়৷ অভিযুক্ত দুই কাউন্সিলরের খোঁজ  পুলিশ৷ গোটা ঘটনা ‘সাজানো’ বলে দাবি করে বিজেপি৷ গেরুয়া শিবিরের দাবি, পুরসভা দখল করতে তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে বিরোধী কাউন্সিলরদের ভয় দেখানোর চেষ্টা করছে৷ আগামী মঙ্গলবার বনগাঁ পুরসভায় অনাস্থা ভোট৷ অনাস্থা ভোটের আগে কাউন্সিলরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত শহরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *