‘আপ’-এর বিরুদ্ধে বেনজির অভিযোগ ইডির! ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা

নিজস্ব প্রতিনিধি:  বছর দশেকের একটু বেশি সময় ধরে ভারতীয় রাজনীতিতে পথ চলছে দিল্লির আম আদমি পার্টি। কার্যত আবির্ভাব লগ্ন থেকেই সাড়া জাগিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

নিজস্ব প্রতিনিধি:  বছর দশেকের একটু বেশি সময় ধরে ভারতীয় রাজনীতিতে পথ চলছে দিল্লির আম আদমি পার্টি। কার্যত আবির্ভাব লগ্ন থেকেই সাড়া জাগিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু এত কম সময়ের মধ্যেই সেই দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নজিরবিহীন বলে মনে করছে গোটা দেশ।

এও কী সম্ভব? এমন প্রশ্ন করছেন রাজনীতির কারবারিরা। উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় এতদিন যাবতীয় অভিযোগের কেন্দ্রবিন্দুতে মূলত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার এই মামলার চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে এল কেজরিওয়ালের দল আম আদমি পার্টিরও। যে ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।

কারণ আম আদমি পার্টি দেশের প্রথম স্বীকৃত একটি রাজনৈতিক দল, যাকে কোনও দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হল। দুর্নীতির মামলায় একটি গোটা রাজনৈতিক দলকে অভিযুক্ত করে কাঠগড়ায় তোলা হচ্ছে, এমন ঘটনা দেশে কোনও দিন ঘটেনি। ঘটনা হল কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ দলের একাধিক শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়েছে আবগারি দুর্নীতি মামলায়। এবার এই মামলায় গোটা আপ দলকেই অভিযুক্ত করল ইডি। ইডির অভিযোগ আবগারি দুর্নীতির টাকা আম আদমি পার্টির জন্য ব্যাপকভাবে খরচ করা হয়েছে।

সরাসরি ভোট রাজনীতিতে নেমেই দিল্লিতে পরপর বাজিমাত করেছে আম আদমি পার্টি। বিধানসভা নির্বাচনে দিল্লিতে বিজেপিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও গত দুটি লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি কেন্দ্রেই বিজেপি জয়লাভ করেছে। কিন্তু বিধানসভা নির্বাচনে সামান্যতম প্রভাব বিস্তার করতে পারছে না বিজেপি। সেই জায়গা থেকে দলের প্রধান কেজরিওয়ালকে দিল্লি তথা দেশের মানুষ যথেষ্ট উঁচু আসনে বসিয়েছেন। তাই আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন, তিনি কী সত্যিই দুর্নীতি করেছেন, নাকি এটা বিজেপির চক্রান্ত?

কিন্তু যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা আদমি পার্টিকেই দুর্নীতির দায়ে অভিযুক্ত করল, তাতে বিষয়টি নিয়ে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। যে ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছেন কেজরিওয়াল তথা আপ নেতৃত্ব। তাই দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে ইডির এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে। গোটা বিষয়টি আগামী দিনে কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *