ষষ্ঠ দফার ভোটে ৮৩ প্রার্থীর অপরাধ, সম্পত্তির খতিয়ান দেখুন এক ঝলক

কলকাতা: আর মাত্র দুটি দফা তারপরেই মিটবে লোকসভার ভোট পর্ব। আগামী ১২ মে ষষ্ঠ দফার ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে। চলুন একবার প্রার্থীদের হালহকিকত সম্পর্কে এক ঝলক চোখ বুলিয়ে নিই। বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর,তমলুক, কাঁথি ও পুরুলিয়া। এই দফায় মোট ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এঁদের মধ্যে বিজেপির প্রার্থী আট, তৃণমূলের

3f3e0fcb4f9cfa780edffcfc9a6d27a8

ষষ্ঠ দফার ভোটে ৮৩ প্রার্থীর অপরাধ, সম্পত্তির খতিয়ান দেখুন এক ঝলক

কলকাতা: আর মাত্র দুটি দফা তারপরেই মিটবে লোকসভার ভোট পর্ব। আগামী ১২ মে ষষ্ঠ দফার ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে। চলুন একবার প্রার্থীদের হালহকিকত সম্পর্কে এক ঝলক চোখ বুলিয়ে নিই। বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর,তমলুক, কাঁথি ও পুরুলিয়া। এই দফায় মোট ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এঁদের মধ্যে বিজেপির প্রার্থী আট, তৃণমূলের আট, কংগ্রেসের সাত, সিপিআইএমের পাঁচ, সিপিয়াইয়ের দুজন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের একজন, এস ইউ সি আই এর আট জন। বি এস পি এর সাত জন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজন, মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার একজন,নির্দল প্রার্থী চোদ্দো জন, এছাড়া অন্যান্য দলের হয়ে একুস জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য যে ত্রিশ জন প্রার্থীর হলফনামা এখানে বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে চৌত্রিশ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে কুড়ি জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর, এদের মধ্যে একেক জন খুন ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অভিযোগে দুষ্ট হয়ে জামিন অযোগ্য মামলায় জড়িয়ে আছে। এই প্রার্থীদের অভিযোগ প্রমাণিত হলে ন্যুনতম শাস্তি হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড। অপরাধী তালিকায় বিজেপি প্রার্থী রয়েছে ছজন, জাতীয় কংগ্রেসের চারজন, তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর ও চার জন করে প্রার্থী এই তালিকায় নাম লিখিয়েছে। বলা বাহুল্য,নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়তে যাওয়া প্রার্থীদের অপরাধী হিসেবে গণ্য করা হলেও বিষয়টিতে খুব একটা আমল দেন না রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাই এরাও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। যদিও বিভিন্ন সামাজিক সংগঠন ও নির্বাচনী পর্যবেক্ষক কমিটির তরফে নিষেধাজ্ঞা এলেও তার ধার ধারা হয় না। এইভাবে জনপ্রতিনিধিরা যদি অপরাধী হয় তাহলে সামাজিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হবেই।

ষষ্ঠ দফা নির্বাচনে প্রার্থী তালিকার মধ্যে কোটিপতি সংখ্যাও নেহাত কম নেই, এদের প্রত্যেকেরই প্রায় গড় সম্পত্তি ১ কোটি টাকারও বেশি। মোট সম্পদের বিচারে সবচেয়ে ধনী প্রার্থী হলেন ঘাটাল সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৩১ কোটি টাকারও বেশি। দেবের পরেই আছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, এঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮ কোটি টাকারও বেশি।৬ কোটি টাকার সম্পত্তি র মালিক মানস ভূঁইয়া আসছেন ঠিক তিন নম্বরে। তিনি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। সবমিলিয়ে তৃণমূলে আট জন প্রার্থী কোটিপতি, একইভাবে বিজেপিতে আটজন, বি এস পি সাত প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন নির্দল প্রার্থী নির্দল প্রার্থীর মধ্যে ১৪ জন, সিপিআইএম ৫জন,ফরওয়ার্ড ব্লক একজন। ষষ্ঠ দফার প্রার্থীদের মধ্যে সব থেকে কম সম্পদের অধিকারী পুরুলিয়ার এসইউসিআই প্রার্থী রঙ্গলাল কুমার তার মোট সম্পদের পরিমাণ ৫০০ টাকা।

ষষ্ঠ দফার ৮৩ জন প্রার্থীদের মধ্যে মাত্র ৪০ জন তাঁদের আয়কর দাখিলের তথ্য দিয়েছেন। যাইহোক, রাত পোহালেই ১২মে উল্লেখিত প্রার্থীদের মধ্যে যাঁরা জনসমর্থন নিয়ে এগিয়ে যাবেন তাঁরাই আগামীর সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *