আরও এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কলকাতা: রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল প্রশাসন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রভাবিত শঙ্খনাদ মাসিক পত্রিকার সম্পাদক। অভিযোগ, ওই পত্রিকায় একাধিক অপ্রীতিকর খবর ছাপা হয়েছে। যার জেরে দু’দিন আগে পত্রিকা বিলি করার সময় দুর্গাপুর-আসানসোল কমিশনারেট এলাকার অন্তর্গত পুলিস একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার যার প্রতিবাদে

আরও এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কলকাতা: রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল প্রশাসন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রভাবিত শঙ্খনাদ মাসিক পত্রিকার সম্পাদক।

অভিযোগ, ওই পত্রিকায় একাধিক অপ্রীতিকর খবর ছাপা হয়েছে। যার জেরে দু’দিন আগে পত্রিকা বিলি করার সময় দুর্গাপুর-আসানসোল কমিশনারেট এলাকার অন্তর্গত পুলিস একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার যার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ-অবরোধ করেন গেরুয়া শিবিরের কর্মীরা।

সুব্রতবাবুর আইনজীবীর দাবি, মাসিক পত্রিকায় সরকার বিরোধী সংবাদ ছাপার অভিযোগে তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে। যদিও রাজনৈতিক ব্যস্ততার কারণে ওই নোটিস গ্রহণ করতে পারেননি সুব্রতবাবু। ওই মামলায় আগাম জামিন নিতে আজ, শুক্রবার দুর্গাপুর আদালতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) হাজির হবেন বলেও জানান তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *