Aajbikel

মিঠুনের পাত্তা পাওয়া যাচ্ছে না কেন? বিজেপির কর্মসূচিতে কেন দেখা যাচ্ছে না 'মহাগুরু'কে?

 | 
মিঠুন

নিজস্ব প্রতিনিধি:  রাজনীতির ময়দান থেকে ফের উধাও মেগাস্টার মিঠুন চক্রবর্তী! হঠাৎই বেপাত্তা মহাগুরু। তিনি গেলেন কোথায়? সিনেমা বা টিভি অনুষ্ঠানের শুটিংয়ে দেখা গেলেও রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না তাঁকে। যা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং আগামী  লোকসভা নির্বাচনের আগে। রাজ্য বিজেপির কোর কমিটিতে রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। মাঝখানেক আগে রাজ্য বিজেপির কোর কমিটির তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই তালিকায় নিঃসন্দেহে চমক হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তীর নাম। কংগ্রেস, বিজেপি, তৃণমূলের মতো ডানপন্থী দলগুলির ক্ষেত্রে ক্যারিশ্মাটিক নেতা-নেত্রীদের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। সেখানে শুধুমাত্র সংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে দলকে টেনে নিয়ে যাওয়া যায় না। তাই রাজনীতির কারবারিরা মনে করছেন মিঠুন চক্রবর্তীর 'স্টার ভ্যালু'কে কাজে লাগানোর জন্যই তাঁকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে। অর্থাৎ পঞ্চায়েত ও আগামী লোকসভা নির্বাচনে প্রচার আর জনসম্পর্ক কর্মসূচিতে মিঠুন চক্রবর্তী হচ্ছেন বিজেপির তুরুপের তাস। কিন্তু দায়িত্ব পাওয়ার পর বিজেপির শহর বা জেলাভিত্তিক কর্মসূচিতে মিঠুনকে একবারের জন্যও দেখা যায়নি। যা নিয়ে উঠছে প্রশ্ন।

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন।তাঁকে তখন প্রচারে ব্যাপকভাবে  কাজে লাগায় বিজেপি। কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা, সর্বত্র প্রচারে দেখা যায় মহাগুরুকে। প্রচারে নিজের সিনেমার বিভিন্ন জনপ্রিয় ডায়ালগ বলতে থাকেন মিঠুন। সেই সময় মিঠুনকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু নির্বাচনে বিজেপি ধরাশায়ী হওয়ার পর থেকেই মিঠুনকে সেভাবে রাজ্য বিজেপির কর্মকাণ্ডে আর দেখা যায়নি। তবে  বেশ কিছুদিন প্রত্যক্ষ রাজনীতির বাইরে থাকার পর দুর্গাপুজোর আগে ফের সক্রিয় হন তিনি। একাধিক বার দাবি করতে থাকেন তৃণমূলের বহু বিধায়ক নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ চর্চা শুরু হয়ে যায়। এরপরই রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থান দেওয়া হয় তাঁকে।

কিন্তু রাজ্য রাজনীতির সম্প্রতিক ছবি বলছে শহরে বা জেলায় শাসক বিরোধী আন্দোলনে বিজেপির কর্মসূচিতে মূলত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকেই। সেখানে মিঠুনের অনুপস্থিতি বড্ড বেশি চোখে লাগছে। তবে কি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে মিঠুনকে এড়িয়ে চলতে চাইছেন? এর আগে দেখা গিয়েছে মিঠুনকে কেন্দ্রীয় নেতৃত্ব কোর কমিটিতে রাখলেও 'মহাগুরু'কে নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেননি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে কি মিঠুনকে নিয়ে বিজেপির একাংশের অ্যালার্জি রয়েছে? এই প্রশ্ন অবধারিত ভাবে উঠছে। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে মিঠুনকে বিজেপি কতটা ব্যবহার করে, বা কীভাবে ব্যবহার করে, সেদিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের।

Around The Web

Trending News

You May like