Aajbikel

এবার তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে থানার ওসি, কেক কেটে খাওয়ালেন বিধায়ক

 | 
এবার তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে থানার ওসি, কেক কেটে খাওয়ালেন তৃণমূল বিধায়ককে

নিজস্ব প্রতিনিধি: বিগত বেশ কয়েক মাস ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি কয়লা পাচার, গরু পাচারের ঘটনা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই সমস্ত ইস্যুতে বিরোধীরা তৃণমূলকে প্রতিদিন নাস্তানাবুদ করে ছাড়ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তাদের তদন্তের গতি অনেকটাই বাড়িয়েছে। এই অবস্থায় একের পর এক ঘটনায় আরও অস্বস্তিতে পড়ছে তৃণমূল। নারায়ণগড়ের  তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট তাঁর জন্মদিনের পার্টিতে নিজের হাতে কেক কেটে সেটি খাইয়ে দিচ্ছেন সেখানে উপস্থিত থাকা থানার ওসিকে। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আনিসুর রহমান। এছাড়া ছিলেন এলাকার বহু তৃণমূল কর্মী। সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিধায়ক সূর্যকান্ত অট্টের জন্মদিন পালিত হচ্ছে। সেখানে পুলিশকর্তা কেক খাচ্ছেন এবং হাততালিও দিচ্ছেন।

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। বিরোধীরা পুলিশের এই আচরণকে নির্লজ্জ বলে বর্ণনা করেছেন। ইতিমধ্যেই ওই পুলিশ আধিকারিকের অপসারণের দাবি তুলেছে বিরোধীরা। যদিও বিষয়টিকে  আমল দিতে চাইছেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, যে কেউ বিধায়ককে শুভেচ্ছা জানাত আসতেই পারেন। একজন সাধারণ মানুষ হিসেবেই ওই পুলিশকর্তা বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। বিরোধীরা সেটি নিয়ে অযথা রাজনীতি করার চেষ্টা করছে। একই সুরে ওই পুলিশ আধিকারিকও জানিয়েছেন, তিনি যখন গিয়েছিলেন তখন সেখানে কেক কাটা হচ্ছিল। তিনি বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই চলে এসেছেন। তবে তাতে অবশ্য বিতর্ক থেমে থাকছে না। কারণ জেলা তৃণমূলের অনেকেই আড়ালে আবডালে ঘটনাটি নিয়ে বলছেন এমনটা বোধহয় না হলেই ভাল হতো।

ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল-সহ তৃণমূলের একাধিক নেতা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর পাশাপাশি শিক্ষা দফতরের একাধিক আধিকারিক দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। দলের বিধায়ক মদন মিত্র সরাসরি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করছেন। পাল্টা তাঁকে কটাক্ষ করছেন ফিরহাদ। যথারীতি দু'জনের বাদানুবাদ খবরের শিরোনামে এসেছে। এমনকী লটারির টিকিটে পুরস্কার জেতা নিয়েও বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল তাদের অস্বস্তি ঢাকতে পারছে না। আর এই আবহের মধ্যেই এবার তৃণমূল বিধায়কের  জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে কেক খেয়ে বিতর্ক বাড়ালেন থানার বড়বাবু। এই ইস্যুতে বিরোধীরা যে তৃণমূলের উদ্দেশে তাদের কটাক্ষ জারি রাখবে তা স্পষ্ট।

Around The Web

Trending News

You May like