Aajbikel

‘টাকা আমার নয়’, পার্থর এমন বক্তব্যে প্রশ্ন বহু! উদ্ধার হওয়া এই কুবেরের ধন-সম্পত্তি তাহলে কার?

 | 
পার্থ

নিজস্ব প্রতিনিধি:গ্রেফতার হওয়ার কয়েকদিন পরে বলেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। আর এবার বলছেন উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকা তাঁর নয়। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমন মন্তব্যে তীব্র জল্পনা শুরু হয়েছে। পার্থর বান্ধবী অর্পিত মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ও বিদেশি মুদ্রা। যা দেখে চক্ষু চড়কগাছ রাজ্যবাসীর। ঘটনার কয়েকদিন পর তৃণমূল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়েছেন পার্থ। আর তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিত্ব থেকে। এরপরই পার্থ ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরায় তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তারপরই পার্থ দাবি করলেন উদ্ধার হওয়া ওই টাকা নাকি তাঁর নয়। রবিবার ইডির হেফাজতে থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়া  আসার পথে ওই টাকা কার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পার্থের মন্তব্য, "আমার নয় আমার নয়, আমার নয়।" পরপর তিনবার একই শব্দ বলতে শোনা গিয়েছে তাঁকে। সেই সঙ্গে বলেন, আমি টাকার লেনদেন করি না। আর শরীর কেমন আছে এই প্রশ্নের উত্তরে তিনি ভাল নেই বলে মন্তব্য করেছেন। আর ষড়যন্ত্র কে করেছে? সেই প্রশ্নের উত্তরে পার্থ বলেছেন, সময় এলেই বুঝতে পারবেন।

আর পার্থর এই মন্তব্যের পরেই বিরোধীরা যথারীতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁদের দাবি পার্থর এমন মন্তব্য বুঝিয়ে দিচ্ছে বিরাট বড় চক্রান্ত রয়েছে। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির ঘটনায় একা পার্থ নয়, দলের শীর্ষ নেতৃত্ব জড়িত রয়েছেন, এমনটাই অভিযোগ করছে বাম-বিজেপি-কংগ্রেস। যদিও প্রত্যাশিত ভাবে পার্থর এমন দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এ সম্পর্কে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "দু'দিন ধরে চক্রান্ত বা আমার টাকা নয় এসব কথা বলছেন। এরপরে হয়ত বলবেন অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। তারপর হয়ত বলবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কিনা নিশ্চিত নই!" এভাবেই পার্থকে কটাক্ষ করেছেন কুণাল। কিন্তু তাতে বিরোধীদের দমানো যাচ্ছে না। বিরোধীদের স্পষ্ট বক্তব্য পার্থর এমন মন্তব্য নিয়ে নতুন করে তদন্ত শুরু করা হোক। শুধু তাই নয়, ইডি যাতে দ্রুত তদন্ত শেষ করে সেই দাবিতে দিল্লিতে বিজেপি সাংসদরা ধর্নায় পর্যন্ত বসবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ সব দিক দিয়ে পার্থ ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি।

আর গোটা বিষয়টি নিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, পার্থ নিশ্চয়ই এমন কারও দিকে  ইঙ্গিত করতে চাইছেন যার নাম সামনে এলে রাজ্য তথা দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে যাবে। সেক্ষেত্রে প্রশ্ন, কে বা কারা তাঁরা? পার্থ শুধু এটুকু বলেই থেমে যাচ্ছেন কেন? নাকি রীতিমতো বোমা ফাটাবেন বলে সাসপেন্স জিইয়ে রাখতে ইচ্ছাকৃতভাবে কিছুদিন সময় নিচ্ছেন? এসব প্রশ্ন অবধারিতভাবে উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা পার্থ একবারের জন্যেও গোটা বিষয়টি নিয়ে বিজেপির দিকে আঙুল তোলেননি। সেক্ষেত্রে তাঁর শরীরী ভাষা এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা যেন বোঝাতে চাইছে তিনি ইঙ্গিত করছেন তৃণমূলের কাউকেই। আর তাতেই টাকা উদ্ধার কাণ্ড আগামী দিনে অন্য মাত্রা পেতে পারে বলে অনেকেই মনে করছেন। এই অবস্থায় আগামী দিনে পার্থ নতুন করে কিছু বলেন কিনা, এখন তারই অপেক্ষা।

Around The Web

Trending News

You May like