কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। আবার গরু পাচার মামলায় সিবিআই জালে অনুব্রত মণ্ডল। বিজেপি এই ইস্যুতে উল্লাসে মেতেছে। গেরুয়া শিবির মনে করছে আসন্ন যে কোনও ভোটে তৃণমূলকে তারা হেলায় হারাবে। কিন্তু সমীক্ষা বলছে ঠিক উলটো কথা। দাবি করা হচ্ছে, এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় তাহলে তৃণমূল বিরাট আসন পাবে। এদিকে বিজেপি ১০ আসন টপকাবে না।
আরও পড়ুন- মন্ত্রিসভার বৈঠক এবার থেকে জেলে হবে! তীব্র কটাক্ষ দিলীপের
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা বলছে, বাংলায় এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় তবে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ৩৫টি আসন। এনডিএ বা বিজেপি পাবে ৭ টি আসন। অন্যদিকে কংগ্রেস বা ইউপিএ শূন্যই থাকবে। গত লোকসভায় বিজেপি পেয়েছিল ১৮ আসন, তৃণমূল ২২ টি। ২০২১ সালে বিধানসভা ভোটের নিরিখে সেই সংখ্যাও কমেছিল। এখন দেখা গেল বিজেপির আসন সংখ্যা ১০-এর কম হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি হারাবে ১১টি আসন অন্যদিকে তৃণমূলের বাড়বে ১৩ টি আসন। রাজনৈতিক মহলের ধারণা, পার্থ এবং অনুব্রতর বিষয় নিয়ে এখন যতই অস্বস্তি থাকুক, ভোট আবহে তার প্রভাব তৃণমূলের ওপর না পড়া বিরাট তাৎপর্যের।
শুধু বাংলা নয়, গোটা দেশেই যে বিজেপির জনপ্রিয়তা কমছে তার ইঙ্গিতও দিয়েছে এই সমীক্ষা। দাবি করা হচ্ছে, এখনই লোকসভা ভোট হলে এনডিএ ২৮০ টির ওপর আসন পাবে, যা গত লোকসভার ফলের থেকে অনেকটাই কম। সেবার এনডিএ পেয়েছিল ৩৩৩ টি আসন। উলটে কংগ্রেসের ক্ষেত্রে ব্যাপারটি অন্য। তাদের ভোট বাড়বে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র ও বিহারেও বিজেপির আসন সংখ্যা যে হ্রাস পাবে তাও দাবি করা হচ্ছে।