নিজস্ব প্রতিনিধি: খবরের শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায়। সরে যেতে হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে। সাম্প্রতিক প্রেক্ষাপট বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ‘মহারাজের’ সরে যাওয়া এখন খালি সময়ের অপেক্ষা। যথারীতি বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্বিতীয়বার বোর্ড প্রেসিডেন্টের পদের দৌড়ে সৌরভের না থাকাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই মনে করছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
গত বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগদান করা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু সৌরভ রাজনীতি থেকে দূরেই থেকেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সৌরভকে কেন সরে যেতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির শর্ত না মানাতেই সভাপতির পদ হারাতে হচ্ছে সৌরভকে। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সৌরভ বাংলার গর্ব। তিনি নেই। অথচ রাজনৈতিক পিতার পুত্র জয় শাহ থাকছেন। আসলে পরিবারতন্ত্র। বিজেপি আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলে। বড় নেতার পুত্র থাকলেন। এটা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে সৌরভ নিজে ব্যাখ্যা দেওয়ার যথার্থ লোক। তাঁর নিজের মানসিক পরিস্থিতি কী, সেটা বোঝা যাচ্ছে না। তবে সারা বাংলার মানুষের মধ্যে বিজেপি প্রচার করল তাদের দলে আসছেন সৌরভ। এই জোয়ার যখন তারা তৈরি করেছিল, তার ভাটার পরিস্থিতিও বিজেপিকে সহ্য করতে হবে। তার দায় নিতে হবে।’ যদিও তৃণমূলের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এমন তো কোনও চুক্তি ছিল না যে তিনিই সভাপতি পদে থেকে যাবেন। কিংবা সকলে একসঙ্গে চলে যাবেন। তাই অযথা এর সঙ্গে রাজনীতিকে জোড়ার মানে নেই। সৌরভ বিরাট বড় ক্রিকেটার। তাঁকে কেউ ছোট বা বড় করতে পারবে না। এটা ঠিক যে সৌরভকে বিজেপি দলে চেয়েছিল, কিন্তু তার সঙ্গে এর কোনও যোগ নেই।’
এই অবস্থায় সৌরভের ভবিষ্যৎ কি? তা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। তাদের একটা অংশ মনে করছে আগামী দিনে সৌরভ আইসিসি প্রধান হতে পারেন। কিন্তু এই দাবি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ কেন্দ্রের শাসক দলের সবুজ সংকেত না পেলে সৌরভের পক্ষে যে আইসিসি প্রধান হওয়া সম্ভব নয়, সে কথা সকলেই জানেন। একটা সময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেরিয়েছেন বাংলার মহারাজ। কিন্তু প্রশাসনিক স্তরে অংকটা বদলে যায়। যার সাম্প্রতিকতম উদাহরণ হল সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনে প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার হার। ফুটবল মাঠে ব্যাপক সাফল্য পেলেও প্রশাসনিক স্তরে বিজেপির সবুজ সংকেত পাওয়া কল্যাণ চৌবের কাছে শোচনীয় ভাবে হারতে হয়েছে তাঁকে। এই সমস্ত বিষয় নিশ্চয়ই মাথায় রয়েছে সৌরভের। সব মিলিয়ে সৌরভের ভবিষ্যৎ আগামী দিনে কোন দিকে বাঁক নেয় সেদিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। যেভাবে স্টেপ আউট করে ‘বাপি বাড়ি যা’ বলে ডেলিভারিগুলিকে বাউন্ডারির উপর দিয়ে পাঠিয়ে দিতেন, সেভাবে সৌরভকে পুনরায় দেখা যাবে কিনা এখন তারই অপেক্ষা।